Paralympics 2024: ভেঙে গেল সমস্ত রেকর্ড, ভালবাসার শহরে ভারতের ইতিহাস, প্যারালিম্পিক্সে ১৮ নম্বরে শেষ করল ভারত
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে সর্বকালের সর্বোচ্চ, মোট ২৯টি পদক জিতে প্রতিযোগিতা শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা।
প্যারিস: ভালবাসার শহরে প্রচুর প্রত্যাশা নিয়ে পৌঁছেছিলেন ভারতীয় প্যারাথলিটরা। ১১ দিনের মেগা টুর্নামেন্টে শেষে ভারতীয় প্যারাথলিটরা যে দেশবাসীর ভরসার মর্যাদা পেরেছেন, তা বলাই বাহুল্য। প্যারালিম্পিক্সের (Paris Paralaympics 2024) ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ পদক নিয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। টিম ইন্ডিয়ার ঝুলিতে এল মোট ২৯টি পদক। পদকতালিকায় ১৮ নম্বরে শেষ করল ভারত।
১১টি প্যারালিম্পিক্সে মোট ১২টি পদক জিতেছিল ভারত। কিন্তু নতুন দশকে পর পর দুই প্যারালিম্পিক্সে তৈরি হল ইতিহাস। টোকিওতে মোট ১৯ পদক জিতে সর্বকালীন রেকর্ড গড়েছিল ভারত। তিন বছর পর সেই পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। অর্থাৎ আগের ১১টি প্যারালিম্পিক্সে যেখানে মাত্র ১২টি পদক ছিল ভারতের ঝুলিতে। সেখানে শেষ দুই প্যারালিম্পিক্সে পদকের সংখ্যাটা দাঁড়াল তাঁর চারগুণ, অর্থাৎ ৪৮। এই সংখ্যাটাই কিন্তু প্যারালিম্পিক্সে ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরার জন্য যথেষ্ট। পদক সংখ্যা থেকে পদক তালিকায় স্থান, সবেতেই রেকর্ড ভারতের।
অবনী লেখারাসমেত মোট সাতজন ভারতীয় অ্যাথলিট জিতলেন সোনা। অবনীর সোনাজয় দিয়ে ভারতের পদকের খাতা খুলেছিল, নভদীপের সোনাজয় দিয়েই শেষ হয় পদকজয় সফর। সুমিত আন্টিল ফের একবার গড়লেন বিশ্বরেকর্ড। এফ৪১ বিভাগে এল প্রথম পদক, তিরন্দাজিতে শীতল দেবীরা প্রথম পদক এনে দেন ভারতকে, এছাড়াও একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় অ্যাথলিটরা। সাতটি সোনা, নয়টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ জিতে এক ঐতিহাসিক প্রতিযোগিতা শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দিনে মোট ১৭টি পদক জেতেন ভারতীয় অ্যাথলিটরা।
এমন এক ঐতিহাসিক টুর্নামেন্ট শেষে ভারতীয় প্যারালিটদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। এই পারফরম্যান্স পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, এমনটাই আশা প্রধানমন্ত্রীর।
Paralympics 2024 have been special and historical.
— Narendra Modi (@narendramodi) September 8, 2024
India is overjoyed that our incredible para-athletes have brought home 29 medals, which is the best ever performance since India's debut at the Games.
This achievement is due to the unwavering dedication and indomitable spirit… pic.twitter.com/tME7WkFgS3
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথমবার ডাক পেলেন যশ দয়াল, ফিরলেন পন্থ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেল দল ঘোষণা ভারতের