Paralympics 2024: হাই জাম্পে পদক জেতেন, গানের ছন্দে কোমর দোলাতেও সমানভাবে পটু নিশাদ, ভাইরাল ভিডিও
Nishad Kumar: প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্পের টি৪৭ বিভাগে নিশাদ নিজের মরশুমের সর্বসেরা পারফরম্যান্স করেছেন। হাই জাম্পে ২.০৪ মিটার লাফাতে সক্ষম হন তিনি।
প্যারিস: তিনি অনবদ্য পারফর্ম করে পদক জেতেন, আবার গানের ছন্দে কোমর দোলাতেও জানেন। তিনি ভারতের তারকা হাই জাম্পার নিশাদ কুমার (Nishad Kumar)। সম্প্রতি নিশাদ কুমারের এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মুগ্ধ করেছে।
প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) পুরুষদের হাই জাম্পের টি৪৭ বিভাগে নিশাদ নিজের মরশুমের সর্বসেরা পারফরম্যান্স করেছেন। হাই জাম্পে ২.০৪ মিটার লাফাতে সক্ষম হন তিনি। এই লাফ তাঁকে রুপো এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পদক জিতে নিশাদ ইতিহাস তো গড়েছেনই। সম্প্রতি এক ভিডিওতে তাঁকে মন খুলে নাচতে দেখা গেল। প্য়ারিসের রাস্তায় বাজনার ছন্দে কোমড় দোলালেন তারকা অ্যাথলিট। নেটিজেনরা নিশাদের এই অচেনা অবতার বেশ পছন্দই করেছেন। ভাইরালও হয়েছে তাঁর নাচের ভিডিওটি।
𝐖𝐨𝐫𝐥𝐝 𝐀𝐭 𝐇𝐢𝐬 𝐅𝐞𝐞𝐭🪩🕺
— SAI Media (@Media_SAI) September 9, 2024
ParisParalympics2024 #Silver🥈medallist, Nishad Kumar spotted in the streets of Paris📹, showing off his moves😍
You’ve made us all #Cheer4Bharat🇮🇳 a little louder, Nishad ❤️
Keep spreading joy and happiness✨🤩
📹 courtesy:… pic.twitter.com/TlEiJvr58j
প্রসঙ্গত, নিশাদকে পদকজয়ের পর স্ট্যান্ডে খুদে সমর্থকদের সঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছিল। তাঁর পদক কাছ থেকে দেখার খুদের আবদার মেটান নিশাদ। তাঁর সঙ্গে কথাবার্তাও বলেন। এই ঘটনা তাঁকে নিজের সফরের কথা মনে করিয়ে দেয় বলেই জানিয়েছিলেন নিশাদ। তারপর তাঁর এই ভিডিও ফের একবার সকলের মন জিতল।
প্রসঙ্গত, প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা ইতিহাস গড়েছেন। টোকিওতে মোট ১৯ পদক জিতে সর্বকালীন রেকর্ড গড়েছিল ভারত। তিন বছর পর সেই পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। অর্থাৎ আগের ১১টি প্যারালিম্পিক্সে যেখানে মাত্র ১২টি পদক ছিল ভারতের ঝুলিতে। সেখানে শেষ দুই প্যারালিম্পিক্সে পদকের সংখ্যাটা দাঁড়াল তাঁর চারগুণ, অর্থাৎ ৪৮। এই সংখ্যাটাই কিন্তু প্যারালিম্পিক্সে ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরার জন্য যথেষ্ট। পদক সংখ্যা থেকে পদক তালিকায় স্থান, সবেতেই রেকর্ড ভারতের। প্যারিলিম্পিক্স পদক তালিকায় ১৮ নম্বরে শেষ করে টিম ইন্ডিয়া। প্যারিসে যে ভারতীয় প্যারাথলিটরা হতাশ করেননি , তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ! প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটকে পুড়িয়ে মারলেন তাঁরই প্রাক্তন?