Paris Paralympics: পতাকাবাহক সুমিত, ভাগ্যশ্রী, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্যারিস প্যারালিম্পিক্সের শুভ সূচনা
Paralympics 2024: এবারের প্যারালিম্পিক্সে ৮৪ জন ভারতীয় অ্যাথলিটকে দেশকে পদক এনে দেওয়ার লক্ষ্যে প্যারিসে নামতে চলেছেন, যা সর্বকালের সর্বোচ্চ। ১২টি ভিন্ন ক্রীড়াবিভাগে ভারতীয় তারকারা অংশ নেবেন।
প্যারিস: অ্যাভিনিউ দে চ্যাম্পস-এলিসিস এবং প্লেস দে লা কনকর্দে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্য়মে সরকারিভাবে প্যারিস প্যারালিম্পিক্সের (Paris Paralympics) শুভ সূচনা হল। চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতকে নেতৃত্ব দিলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল (Sumit Antil) এবং ভাগ্যশ্রী যাদব (Bhagyashri Jadhav)।
প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ইতিহাস গড়েছে। প্যারালিম্পিক্সের ইতিহাসে প্যারিসেই ভারতীয় অ্যাথলিটদের সর্বকালের সবচেয়ে বড় দল অংশ নিতে চলেছে। এবারের প্যারালিম্পিক্সে ৮৪ জন ভারতীয় অ্যাথলিটকে দেশকে পদক এনে দেওয়ার লক্ষ্যে প্যারিসে নামতে চলেছেন। ১২টি ভিন্ন ক্রীড়াবিভাগে ভারতীয় তারকারা অংশ নেবেন। পাশাপাশি ৯৫ জনের সাপোর্ট স্টাফও ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ফ্রান্সের রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন। এদের মধ্যে ৭৭ জন কর্মকর্তা, ৯ জন মেডিক্যাল অফিসার আর ৯ জন গোটা শিবিরের কর্মকর্তা।
টোকিও প্যারালিম্পিক্সে ৯টি ক্রীড়াবিভাগে ৫৪ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। পদক তালিকায় ২৪ নম্বরে শেষ করেছিল ভারত। গত বারের তুলনায় অ্যাথলিটদের সংখ্যা এবার অনেকটাই বেড়েছে, যা নিঃসন্দেহে প্যারালিম্পিক্সে ভারতের উন্নতির পরিচয়বাহক। টোকিও ইতিহাস গড়েছিলেন সুমিত আন্টিল। তারকা জ্যাভলিন থ্রোয়ার নিজেরই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে জিতেছিলেন সোনা। এবারও ভারতকে পদক এনে দেওয়ার বিষয়ে তিনি বড় ভরসা। উদ্বোধনী অনুষ্ঠানে সেই সুমিতের হাতেই ছিল ভারতের পতাকা। তাঁর পাশেই ছিলেন ভাগ্যশ্রী। প্যারালিম্পিক্সের মঞ্চে অংশগ্রহণের উচ্ছ্বাস, উদ্দীপনা উদ্বোধনী অনুষ্ঠানেও ভারতীয় অ্যাথলিটদের হাবভাব দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল।
Paralympics have begun, & we are in awe of our incredible Indian contingent!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 28, 2024
Each athlete’s journey is a story of triumph & courage. As they take on the world, let’s cheer them with pride & excitement, as they aim to make history.
Best of luck#Paralympics2024 #Cheer4Bharat pic.twitter.com/ZJEFfTVjD9
প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল মনমুগ্ধকর। বৈচিত্র, হার না মানা মনোভব এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের যে স্পিরিট, তা প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। ফরাসি সভ্যতা এবং প্যারালিম্পিক্সের মূল্যবোধের সংমিশ্রণে অনুষ্ঠিত এক স্মরণীয় উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকল গোটা দেশ।
গত বারের প্যারালিম্পিক্সে ভারতীয় দল ১৯টি পদক জিতে রেকর্ড গড়েছিল। এবার অ্যাথলিট সংখ্যার বাড়ায় পদক সংখ্যাও ভারত টোকিওকে ছাড়িয়ে যাবে বলে আশায় দেশবাসী। ভারতীয়রা মোট ১২টি ক্রীড়াবিভাগে অংশগ্রহণ করলেও প্যারিস প্যারালিম্পিক্সে মোট ২২টি খেলা অ্যাথলিটরা পদকজয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারতীয় অ্যাথলিটরা নতুন ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পাশে থাকতে চাকরি ছাড়েন বাবা, মাত্র ১৬ বছরে প্যারালাইস হওয়া প্রণব স্বপ্ন দেখাচ্ছেন সোনা জয়ের