Paris Olympics 2024: ভাল শুরু ভারতের, তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে দীপিকারা, বিশ্বরেকর্ড সিহাইয়নের
Archery Ranking Round : ভারতের তিন মহিলা তিরন্দাজ - দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত (Ankita Bhakat) ও ভজন কৌর (Bhajan Kaur), প্রত্যেকেই সেরা ৩২-এর মধ্যে শেষ করেছেন।
প্যারিস: অলিম্পিক্সে(Olympics 2024) ভারতের শুরুটা ভাল হল। যে ইভেন্টগুলিতে ভারতীয় অ্যাথলিটরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে বৃহস্পতিবার ছিল মহিলাদের তিরন্দাজির ব়্যাঙ্কিং রাউন্ড। সেখানে ইতিবাচক ফল করল ভারতের মহিলা দল। যে দলে রয়েছেন অভিজ্ঞ দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত (Ankita Bhakat) ও ভজন কৌর (Bhajan Kaur)।
বৃহস্পতিবার মহিলাদের ব়্যাঙ্কিং রাউন্ডে ভারত চতুর্থ স্থান অর্জন করল। সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল ভারত। ভারতের তিন মহিলা তিরন্দাজ - দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত (Ankita Bhakat) ও ভজন কৌর (Bhajan Kaur), প্রত্যেকেই সেরা ৩২-এর মধ্যে শেষ করেছেন। ৬৬৬ স্কোর করে ১১তম স্থান পেয়েছেন অঙ্কিতা। যিনি এবারই প্রথম অলিম্পিক্সে নেমেছেন। তাঁর সতীর্থ তথা প্রথমবার অলিম্পিক্সে নামা ভজন কৌর ৬৫৯ পয়েন্ট করে ২২তম স্থান পেয়েছেন। ৬৫৮ পয়েন্ট পেয়ে ভারতীয় মহিলাদের মধ্যে তৃতীয় স্থানে অভিজ্ঞ দীপিকা। যিনি এ নিয়ে টানা চারবার অলিম্পিক্সে খেলছেন।
অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার। তবে বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে একাধিক ইভেন্ট। বৃহস্পতিবার দুপুরে ছিল মহিলা তিরন্দাজির ব়্যাঙ্কিং রাউন্ড। এই রাউন্ডের পরেই ব্যক্তিগত ও দলগত - দুই বিভাগেই বাছাই তালিকা তৈরি করা হবে। ২৬ বছরের অঙ্কিতা ও ১৮ বছরের ভজন কৌর এবার দীপিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন।
বৃহস্পতিবারই পুরুষদের ব্যক্তিগত বিভাগের ব়্যাঙ্কিং রাউন্ডও রয়েছে। সেখানে ভাগ্যপরীক্ষা তরুণদীপ রাই, ধীরাজ বোম্মাদেবারা ও প্রবীণ রমেশ যাদবের।
The Indian Women's #Archery team comprising Bhajan Kaur, Deepika Kumari and Ankita Bhakat finish 4th in the team ranking round at #paris2024olympics.
— SAI Media (@Media_SAI) July 25, 2024
Off to the quarterfinals tomorrow! 🏹
Many congratulations to them. Let's #Cheer4Bharat👏🏻🥳 pic.twitter.com/afSeWP55EG
এদিকে, মহিলাদের ব়্যাঙ্কিং রাউন্ডে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার সিহাইয়ন লিম। দক্ষিণ কোরিয়ারই চায়েইয়ং কাং ২০১৯ সালে ৬৯২ পয়েন্ট পেয়েছিলেন। সেটা ভেঙে ৬৯৪ পয়েন্ট অর্জন করলেন লিম।
আরও পড়ুন: মরক্কোর বিরুদ্ধে ২ ঘণ্টা পরে গোল বাতিল! ফিফায় নালিশ করল আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।