Olympics 2024 Exclusive: হাতে কেটলি ধরে আত্মবিশ্বাস ফিরে পান, মনু ভাকেরের অজানা কাহিনি শোনালেন গর্বিত বাবা
Manu Bhaker Exclusive: টোকিও অলিম্পিক্সে বন্দুক বিগড়ে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছিল মনুর। এরকম অভিজ্ঞতা বিরল। টোকিও থেকে মাথা নীচু করে ফিরতে হয়েছিল। হতাশায় প্রায় ২৫ দিন বন্দুক হাতে তোলেননি মনু।
কলকাতা: হরিয়ানার ঝাজ্জরের বাড়িটি রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে। রবিবার বিকেল থেকে পাড়ায় উৎসব। পাড়া-প্রতিবেশীদের ভিড়। শুভেচ্ছাবার্তার ঢল। ফোনে রিং বেজেই চলেছে। কত আর সামলাবেন রামকিষাণ ভাকের? অতিথিদের সঙ্গে কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে সুমেধারও।
তবু গর্বিত অভিভাবক হাসি মুখে সামলাচ্ছেন সব কিছু। মেয়ের সাফল্য সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। ভালবাসার 'অত্যাচার' তাঁদের আশীর্বাদ মনে হচ্ছে।
পরিচয় করিয়ে দেওয়া যাক, রামকিষাণ ও সুমেধা ভাকেরের কন্যা মনু (Manu Bhaker) অলিম্পিক্সে (Olympics 2024) ইতিহাস গড়েছেন। ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সে পদক জিতেছেন। ভারতকে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) প্রথম পদক এনে দিয়েছেন হরিয়ানার কন্যা।
'পরিশ্রম আর সংকল্পের পুরস্কার পেয়েছে মনু। গত ৩ বছরে ওপর ওপর দিয়ে কী ঝড় গিয়েছে, আর কত প্রতিবন্ধকতা সামলে ওকে পথ চলতে হয়েছে, ভেবে অবিশ্বাস্য লাগছে। এই পদকের পর উৎসব তো হবেই,' ঝাজ্জর থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে বলছিলেন রামকিষাণ।
টোকিও অলিম্পিক্সে বন্দুক বিগড়ে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছিল মনুর। এরকম অভিজ্ঞতা বিরল। টোকিও থেকে মাথা নীচু করে ফিরতে হয়েছিল। হতাশায় প্রায় ২৫ দিন বন্দুক হাতে তোলেননি মনু, যে গল্প অনেকেরই জানা। যেটা বেশিরভাগ লোকই জানেন না, একটা কেটলি কীভাবে বদলে দিয়েছিল মনুর জীবন। কীভাবে মানসিকভাবে কোণঠাসা এক অ্যাথলিটকে ফিরিয়েছিল শ্যুটিং রেঞ্জে। সেই কাহিনিই শোনালেন রামকিষাণ।
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শ্যুটারের বাবা বলছিলেন, 'টোকিও থেকে ফেরার পর ও তো নিজেকে কার্যত ঘরবন্দি করে রেখেছিল। কিছুতেই আর বন্দুকবাজি করবে না বলে ঠিক করেছিল। আমরা সকলেই ঠিক করি যে, ওর একটা ব্রেক দরকার। সেই মতো কেরলের চেরাইয়ে একটা রিসর্ট বুক করে ছুটি কাটাতে গিয়েছিলাম সপরিবার। সেখানেই ঘরের মধ্যে একটি জলের কেটলি তুলতে গিয়ে ওর মনে হয়, হাতে যেন বন্দুক তোলার মতো অনুভূতি হচ্ছে। ও দেওয়ালের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কল্পনায় ডুব দেয়। মনে মনে ভাবে, যেন ও শ্যুটিং রেঞ্জে বুলস আই হিট করছে। তখনই ওর মনে হয়, শ্যুটিং রেঞ্জে ফিরবে। ওর দেরি হচ্ছে দেখে ঘরে নক করতেই ও বেরিয়ে এসে গোটা ঘটনাটা বলে। ওর চোখের কোণ চিকচিক করছিল। সেই চোখ দেখেই আমি বুঝেছিলাম, ও হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। চেরাই থেকে ছুটি কাটিয়ে ফিরেই নিজেকে অনুশীলনে ডুবিয়ে দেয়। পরিশ্রমের পুরস্কার পেয়েছে প্যারিসে।'
তবে রামকিষাণ স্বপ্ন দেখছেন, মেয়ের দৌড় এখানেই থেমে থাকবে না। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সর্বজ্যোৎ সিংহের সঙ্গে ব্রোঞ্জের ম্যাচে নামবেন মঙ্গলবার। গর্বিত বাবা বলছেন, 'মিক্সড টিম ইভেন্টেও ও পদক পাবে বলে বিশ্বাস আমাদের। টোকিও অলিম্পিক্সটা মনুর কাছে শাপে বর হয়েছে। ওই ঝড়ঝাপ্টায় ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়েছে। দেশকে আরও সুন্দর মুহূর্ত উপহার দেবে মনু।'
আরও পড়ুন: বিক্রি হয়ে গেল ইন্ডিয়া সিমেন্টস, ধোনি ও চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।