Vikrant Massey: 'এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখলাম' বিক্রান্ত ম্যাসির অবসরের দিনই জিতেন্দ্রর প্রাপ্তি
Jeetendra on Vikrant Massey: এদিন বিক্রান্ত ম্য়াসি অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' দেখে আপ্লুত জিতেন্দ্র। খুবই ভাল লেগেছে তাঁর ছবিটি
কলকাতা: বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) অবসর ঘোষণার দিনই তাঁর অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' (‘The Sabarmati Report’) দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উপস্থিত ছিলেন রাজনাথ সিংহ (Rajnath Singh) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-ও। উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্রও। এই ছবি দেখে আপ্লুত সকলেই। আর এই ছবি দেখে বেরিয়ে কী বললেন অভিনেতা জিতেন্দ্র?
এদিন বিক্রান্ত ম্য়াসি অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' দেখে আপ্লুত জিতেন্দ্র। খুবই ভাল লেগেছে তাঁর ছবিটি। তিনি বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে বলেন, 'আমি নরেন্দ্র মোদিজীকে একটাই কথা বলেছি, যা আপনাদের সবার সামনে বলতে চাইব। আমি ৫০ বছর ফিল্মের কেরিয়ারে কাটিয়েছি। কিন্তু কখনও প্রধানমন্ত্রীর সঙ্গে বসে ছবি দেখিনি। আজ আমার মেয়ের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখলাম। এটা আমি বলার পরে নরেন্দ্র মোদিজীও বললে, উনিও প্রধানমন্ত্রী হওয়ার পরে আর সিনেমা দেখেননি। এটাই ওঁর দেখা প্রথম সিনেমা প্রধানমন্ত্রী হিসেবে।
গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের যে এস-৬ কামরাটি পুড়ে গিয়েছিল, সেই কোচটিকে নিয়েই গল্প তুলে ধরা হয়েছে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমায়। এই ছবিতে বিক্রান্ত অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে। সোমবার বালযোগী প্রেক্ষাগৃহে বিকেল ৪টের সময়ে এই ছবিটি দেখেন নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা দেখে নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'খুব ভাল করে গল্পটা বলা হয়েছে। আর হ্যাঁ, গল্পের মধ্যে দিয়ে সত্যিটা বেরিয়ে এসেছে। আর সেটা এভাবেই যাতে সাধারণ মানুষ কথাগুলো বুঝতে পারেন। মিথ্যে কথা খুব কম সময়ের জন্যই থাকে। আসল ঘটনা কখনও না কখনও সামনে বেরিয়ে আসেই।' একই সুরে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনিও বলেছেন যে এই ছবির মাধ্যমে অবশেষে গোধরাকাণ্ডের সত্যিটা বাইরে বেরিয়ে এসেছে।
#WATCH | Delhi: After watching his film 'The Sabarmati Report' with Prime Minister Narendra Modi, Actor Jeetendra says, "I told PM Modi that I have spent 50 years in the film industry and for the first time because of my daughter, I have watched a movie with PM. PM Modi told me… pic.twitter.com/kdkiA8cg4B
— ANI (@ANI) December 2, 2024
আরও পড়ুন: Sobhita Dhulipala: লাল রেশমের শাড়িতে ‘পেল্লি কুথুরু’ হল শোভিতার, লাজে রাঙা নববধূ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।