Avinash Sable: প্রথম ভারতীয় হিসাবে স্টিপলচেজ়ের ফাইনালে উঠে অবিনাশ বললেন, সর্বস্ব উজাড় করে দেব
Mens 3000m Steeplechase: সোমবার অলিম্পিক্সে (Olympics 2024) ভারতীয়দের জন্য হতাশার দিনের শেষ মুহূর্তে আশার আলো ছড়ালেন অবিনাশ সাবলে (Avinash Sable)।
প্যারিস: সোমবার অলিম্পিক্সে (Olympics 2024) ভারতীয়দের জন্য হতাশার দিনের শেষ মুহূর্তে আশার আলো ছড়ালেন অবিনাশ সাবলে (Avinash Sable)। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে ৩০০০ মিটার স্টিপলচেজ়ের (Mens 3000m Steeplechase) ফাইনালে উঠলেন অবিনাশ। আর তারপরই অবিনাশের প্রতিশ্রুতি, ফাইনালে নিজেকে উজাড় করে দেব। পদকের জন্য সর্বস্ব পণ দিয়ে ঝাঁপাব। দরকার শুধু সকলের সমর্থন।
সোমবার ভারতীয় সময় রাত ১১টা নাগাদ পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ়ের রাউন্ড ওয়ান হিট টুয়ে নেমেছিলেন ভারতের অবিনাশ। তিনি ৮:১৫:৪৩ মিনিট সময়ে দৌড় শেষ করলেন। তিনটি হিট থেকে প্রথম পাঁচে শেষ করা মোট ১৫ অ্যাথলিট ফাইনালে পদকের জন্য দৌড়বেন।
কী এই স্টিপল চেজ়? ৩০০০ মিটার বিভাগে ট্র্যাকে সেই দূরত্ব অতিক্রম করতে হয় অ্যাথলিটদের। তবে শুকনো ট্র্যাকে ছোটা নয়, বরং পদে পদে থাকে প্রতিকূলতা। বার লাফিয়ে পেরতে হয়। সঙ্গে থাকে জলের ওপর দিয়ে লাফ মেরে দৌড়নোও। কাজটি মোটেও সহজ নয়। সেখানে ভালই সময় করেছেন ভারতের অবিনাশ। ৭ অগাস্ট ফাইনালে দৌড়বেন তিনি। পদক জেতা মানে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নজির গড়ার সুযোগ। কারণ স্টিপলচেজ়ে এর আগে কোনও ভারতীয় অ্যাথলিট ফাইনালের টিকিট নিশ্চিত করতেই পারেননি। যা করে দেখালেন অবিনাশ।
🇮🇳 Result Update: Men’s 3000m Steeplechase Round 1 Heat 2👇
— SAI Media (@Media_SAI) August 5, 2024
Sable Bhau qualifies for the final round at #ParisOlympics2024.😎🥳
The 2023 Asian Games Gold medalist completed the 3000 Metre steeplechase run in 8:15.43 for a 5th place finish in Heat 2.
He will compete in the… pic.twitter.com/pmznHp6WzS
ফাইনালে জায়গা পাকা করে খুশি অবিনাশ। অলিম্পিক্সের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, 'খুব খুশি। ভালভাবে দৌড়টা শেষ করতে পেরেছি। আপনাদের সকলের সমর্থন, ভারতের এত মানুষের উৎসাহ, আমার কোচেদের প্রশিক্ষণ, সব কিছুরই কৃতিত্ব রয়েছে। আমি কৃতজ্ঞ সকলের কাছে।' তারপরই তাঁর সংযোজন, 'সকলে পাশে থাকুন। সমর্থন করুন। ফাইনালে নিজের সর্বস্ব উজাড় করে দেব।'
আরও পড়ুন: আগুন লাগিয়ে দেওয়া হল মাশরাফির বাড়িতে, পালিয়ে বাঁচলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের মা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।