Vinesh Phogat: আদালতের রায়ের আগে নিজের দেশের কিংবদন্তির তোপের মুখে বিনেশ, কী এমন বললেন ঊষা?
PT Usha: বিনেশ ও তাঁর কোচিং টিমকে কাঠগড়ায় তুললেন কিংবদন্তি পি টি ঊষা। যিনি এখন ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্টও।
নয়াদিল্লি: বিনেশ ফোগতের (Vinesh Phogat) পদক ভাগ্য এখনও ঝুলে রয়েছে। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা CAS-এ আবেদন করেছেন বিনেশ। তাঁর মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। তবে রায়দান নিয়ে টালবাহানা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার হতে পারে রায়দান। শুধু বিনেশ ফোগত নন, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
আর তার মাঝেই বিনেশ ও তাঁর কোচিং টিমকে কাঠগড়ায় তুললেন কিংবদন্তি পি টি ঊষা। যিনি এখন ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্টও। তিনি আইওএ-র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে ভারতীয় অলিম্পিক সংস্থার চিকিৎসকদের কিছু করার নেই। ওজন নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট অ্যাথলিট ও তাঁর কোচিং টিমের কাজ বলেও জানিয়েছেন পি টি ঊষা।
অলিম্পিক্সে ভারতীয় শিবিরের সঙ্গে চিকিৎসক দলের প্রধান হিসাবে গিয়েছিলেন নামী শল্যচিকিৎসক দীনশ পার্ডিওয়ালা। যিনি ঋষভ পন্থ থেকে শুরু করে মহেন্দ্র সিংহ ধোনি, পি ভি সিন্ধু - একাধিক প্রথম সারির ক্রীড়াবিদের সফল অস্ত্রোপচার করেছিলেন। বিনেশ মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালের যোগ্যতা অর্জন ও পদক নিশ্চিত করে ফেলার পরেও বাতিল হয়ে যান। তারপরই ডক্টর পার্ডিওয়ালের দিকে আঙুল তোলেন অনেকে। বলা হয়, পার্ডিওয়াল ও তাঁর মেডিক্যাল টিমের ব্যর্থতার জন্য়ই কি বঞ্চিত হতে হল বিনেশকে? বিনেশ CAS-এ আবেদন করেন। দুটি দাবি - এক, তাঁকে ফাইনালে নামতে দেওয়া হোক। দুই, তাঁকে যুগ্মভাবে রুপোর পদক দেওয়া হোক। প্রথম দাবিটি শুরুতেই নাকচ করে দিয়েছিল CAS। দ্বিতীয় দাবির শুনানি হয়েছে।
আর সেই আবহে ভারতীয় অলিম্পিক সংস্থার চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে জোরাল সওয়াল করলেন পি টি ঊষা। তিনি বলেছেন, 'কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলাগুলোতে ওজন নিয়ন্ত্রণের ব্যাপারটা পুরোপুরিভাবে থাকে সংশ্লিষ্ট অ্যাথলিট ও তাদের কোচেদের ওপর। আইও-এ নিযুক্ত মেডিক্যাল অফিসার ডক্টর দীনশ পার্ডিওয়ালা এবং তাঁর দলের এক্ষেত্রে কিছু করণীয় নেই।'
শেষ পর্যন্ত কী হতে পারে বিনেশের? অনেকের মতে, তাঁকে প্রথা ভেঙে পদক নাও দেওয়া হতে পারে। যদি দাবি নাকচ হয়? আর আবেদন করতে পারবেন তিনি? স্যুুইৎজ়ারল্যান্ডের আদালতে আবেদন জানাতে পারবেন। তবে ক্যাসের সিদ্ধান্ত বদলে যাওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন: নীরজের সঙ্গে মেয়ের বিয়ের পাকা কথা সেরে ফেললেন মনু ভাকেরের মা? ভাইরাল ভিডিও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।