Lakshya Sen: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, শক্তিশালী প্রতিপক্ষের কাঁটা উপড়ে সেমিফাইনালে লক্ষ্য
Paris Olympics 2024: এক গেমে পিছিয়ে পড়েও পরপর দুই গেম জিতে ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। আর এক ম্যাচ জিতলে পদক নিশ্চিত।
প্যারিস: অলিম্পিক্স ব্যাডমিন্টনে যে জুটির দিকে পদক জয়ের ব্যাপারে সবচেয়ে বেশি ভরসা করেছিল ভারত, সেই সাত্ত্বিক সাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি পুরুষ ডাবলসে হেরে বিদায় নিয়েছে। নক্ষত্রপতনও হয়েছে। দুবারের অলিম্পিক্স পদকজয়ী, কিংবদন্তি পি ভি সিন্ধু হেরে বিদায় নিয়েছেন মহিলা সিঙ্গলস থেকে।
ব্যাডমিন্টনে ভারতের পদক সম্ভাবনা দাঁড়িয়েছিল একজনের ওপরই। তিনি, লক্ষ্য সেন (Lakshya Sen)। পুরুষ সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে যিনি স্বদেশীয় এইচ এস প্রণয়কে হারিয়ে শেষ আটের টিকিট অর্জন করেছিলেন। শুক্রবার কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের চউ তিয়েন চেং (Chou Tien Chen)। যিনি অলিম্পিক্সে ১২তম বাছাই। লক্ষ্যর চেয়ে বেশ এগিয়ে।
লক্ষ্যর বিরুদ্ধে শুরুটাও দাপটের সঙ্গে করেছিলেন চউ তিয়েন। প্রথম গেমে পরপর ২ পয়েন্ট জিতে ২-০ এগিয়ে যান। তবে লক্ষ্য পাল্টা লড়াই করে শীঘ্রই ২-২ করে দেন। চউ তিয়েন পরপর ৩টি পয়েন্ট জিতে ৫-২ করে দেন। ফের ঘুরে দাঁড়ান লক্ষ্য। একটা সময় প্রথম গেম ৭-৭ অবস্থায় ছিল। ফের চউ তিয়েন ১৩-৯ করে দেন। টানা ৮টি পয়েন্ট জিতে ১৭-১৫ এগিয়ে লক্ষ্য।
কিন্তু এরপরই চউ তিয়েন ঘুরে দাঁড়িয়ে ২১-১৯ পয়েন্টে প্রথম গেম ছিনিয়ে নেন। লক্ষ্যকে তখন বেশ হতোদ্যম দেখাচ্ছিল। শরীর লক্ষ্য করে একের পর এক শট খেলে ও ক্রস কোর্ট শটে লক্ষ্যকে বিব্রত করছিলেন চউ তিয়েন।
🇮🇳 Result Update: #Badminton🏸 Men's Singles QF👇
— SAI Media (@Media_SAI) August 2, 2024
In(Sen) Lakshya😍, ladies and gentlemen👀😎
A tough battle against Former World no. 2, Chinese Taipei's Chou Tien Chen. But Lakshya prevails with a scoreline of 19-21, 21-15 & 21-12🥳
Off to the Semis now✅
All the best… pic.twitter.com/INi8QsZTmb
দ্বিতীয় গেমে সেই স্ট্র্যাটেজির বিরুদ্ধে যেন খানিকটা তৈরি হয়েই নামেন লক্ষ্য। যদিও চউ তিয়েন একটা সময় ৯-৭ এগিয়ে ছিলেন। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা উদ্বেগে ছিলেন, স্ট্রেট গেমে না হারতে হয় লক্ষ্যকে। তবে ফের প্রত্যাঘাত লক্ষ্যর। ১৩-১৩ পয়েন্ট থেকে একটা সময় ১৭-১৩ করে দেন। শেষ পর্যন্ত দ্বিতীয় গেম ২১-১৫ ব্যবধানে জিতে নেন। তৃতীয় গেমেও ২১-১২ পয়েন্টে জয় লক্ষ্যর। এক গেমে পিছিয়ে পড়েও পরপর দুই গেম জিতে ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। আর এক ম্যাচ জিতলে পদক নিশ্চিত। এমনকী, সেমিফাইনালে হারলেও থাকবে ব্রোঞ্জ জয়ের সুযোগ। ১৯-২১, ২১-১৫ ও ২১-১২ গেমে জিতলেন লক্ষ্য। বুঝিয়ে দিলেন, লক্ষ্যে তিনি অবিচলই।
আরও পড়ুন: ইতিহাস গড়ার সুযোগ, শ্যুটিংয়ে ফের এক ফাইনালে উঠলেন ভারতের মনু
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।