Lovlina Borgohain: প্রি কোয়ার্টার ফাইনালে সহজ জয় লভলিনার, পদকের আরও কাছে ভারতের বক্সার
Paris Olympics: বুধবার মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সানিভা হফস্ট্যাড (Sunniva Hofstad)। প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না লভলিনা।
প্যারিস: টোকিও অলিম্পিক্সে তিনি পদক জিতেছিলেন। প্যারিসেও কি সেই স্মৃতি ফেরাতে পারবেন লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)? ভারতীয় বক্সারকে নিয়ে উন্মাদনা বাড়ছে।
বুধবার মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সানিভা হফস্ট্যাড (Sunniva Hofstad)। প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না লভলিনা। পৌঁছে গেলেন বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লভলিনা। প্যারিসেও পদক জেতার সম্ভাবনা আরও জোরাল করলেন। বুধবার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ পয়েন্টের ব্যবধানে হারালেন সানিভাকে। আর একটি ম্যাচ জিতলেই অলিম্পিক্স পদক নিশ্চিত হয়ে যাবে লভলিনার। বক্সিংয়ের নিয়ম হচ্ছে, চার সেমিফাইনালিস্টই পদক পাবেন নিশ্চিতভাবে। যাঁরা ফাইনালে খেলবেন, তাঁরা সোনা ও রুপোর পদকের জন্য লড়াই করবেন। যাঁরা সেমিফাইনালে হেরে যাবেন, পাবেন ব্রোঞ্জ পদক।
লভলিনার বাবা মেয়েকে সব সময় অলিম্পিক্সে নিজের সেরাটা দেওয়ার জন্য উৎসাহ দেন। একটি সাক্ষাৎকারে ভারতীয় বক্সারের বাবা টিকেন বাড়োমুখিয়া বলেছেন, 'মেয়েকে আমি সব সময় মহম্মদ আলির উদাহরণ দিই। কলকাতায় একটি পদক জিতেছিল লভলিনা। তারপর থেকেই আমি ওকে বলি, অলিম্পিক্সে খেলতে হবে। দেশের প্রতিনিধিত্ব করতে হবে। আমার সেই আব্দার রেখেছে লভলিনা। পরপর দুই অলিম্পিক্সে নামছে। আশা করছি টোকিওর মতো প্যারিসেও পদক জিতবে।'
#TokyoOlympics2020 #Bronze medalist Lovlina Borgohain clinches a superb 5-0 victory over Norway's Sunniva Hofstad at the #Paris2024Olympics.
— SAI Media (@Media_SAI) July 31, 2024
Let the #Cheer4Bharat chants ring out loud!🥳
Tune in to DD Sports and Jio Cinema to watch live!#OlympicsOnJioCinema pic.twitter.com/aJfDqXVd0Q
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।