Nisha Dahiya: স্বপ্নভঙ্গের দিনে কুস্তির শেষ আটে পৌঁছে আশা বাঁচিয়ে রাখলেন মহিলা পালোয়ান নিশা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স থেকে এখনও পর্যন্ত যে তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে, তিনটিই জিতেছেন শ্যুটাররা। যার মধ্যে জোড়া পদক জিতেছেন মনু ভাকের। একটি পদক জিতেছেন স্বপ্নিল কুসালে।
প্যারিস: সোমবার অলিম্পিক্সে (Paris Olympics) হতাশাই সঙ্গী হচ্ছে ভারতের। যে ম্যাচের দিকে তাকিয়েছিল গোটা দেশ, ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে সেই ব্রোঞ্জের ম্যাচে প্রথম গেম জিতে এগিয়ে থাকার পরেও হেরে গিয়েছেন লক্ষ্য সেন। শ্যুটিংয়ে স্কিট মিক্সড টিম ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন ভারতের মহেশ্বরী চৌহান ও অনন্ত জিৎ সিংহ নারুকা। কিন্তু ব্রোঞ্জের ম্যাচে হেরে গিয়েছেন তাঁরাও। চিনের প্রতিদ্বন্দ্বীদের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ব্রোঞ্জ হারিয়েছেন মহেশ্বরী ও অনন্ত।
হতাশার মাঝে আশার প্রদীপ জ্বাললেন নিশা দাহিয়া। ভারতীয় কুস্তিগীর পৌঁছে গেলেন মহিলাদের ৬৮ কেজি ফ্রি স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে। সোমবার শেষ ষোলোর লড়াইয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের পালোয়ান তেতিয়ানা সোভা রিঝকোর। ৬-৪ ব্যবধানে তাঁকে হারিয়ে দিয়েছেন ভারতের নিশা।
ব্রোঞ্জের ম্যাচে হার মহেশ্বরী-অনন্তের
প্যারিস অলিম্পিক্স থেকে এখনও পর্যন্ত যে তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে, তিনটিই জিতেছেন শ্যুটাররা। যার মধ্যে জোড়া পদক জিতেছেন মনু ভাকের। একটি পদক জিতেছেন স্বপ্নিল কুসালে। শ্যুটিং থেকেই কি চতুর্থ পদক আসবে? সোমবার মহেশ্বরী চৌহান (Maheshwari Chauhan) ও অনন্ত জিৎ সিংহ নারুকাকে নিয়ে তৈরি হয়েছিল উজ্জ্বল সম্ভাবনা। শ্যুটিংয়ে স্কিটের মিক্সড টিম বিভাগে ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল ভারতের শ্যুটার মহেশ্বরী ও অনন্ত জিৎ সিংহ নারুকার। স্কিট শ্যুটিং মিক্সড টিম বিভাগের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতীয় জুটি ১৪৬ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদকের ম্য়াচে চীনের মুখোমুখি হয়েছিলেন।
🇮🇳 Result Update: Women’s #Wrestling🤼♀ Freestyle 68 Kg 1/8👇🏻
— SAI Media (@Media_SAI) August 5, 2024
Nisha Dahiya plays brilliantly to win 6-4 against Ukraine’s🇺🇦 Tetiana Sova Rizhko.
With this Nisha advances to the QF which will be played later tonight 😍
Let’s #Cheer4Bharat🇮🇳, Let's Cheer for Nisha… pic.twitter.com/HWUVz9x7aC
কিন্তু চীনের জিয়াং ইতিং ও লিউ জিয়ানলিন জুটির কাছে ৪৪-৪৩ পয়েন্টে হেরে গেলেন তাঁরা। মাত্র ১ পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হওয়ায় মন খারাপ ভারতীয় ক্রীড়াপ্রেমীদেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।