Vinesh Phogat Appeal: ফাইনালে নামতে পারবেন বিনেশ? পদক জয়ের সুযোগ থাকছে? মামলার কী আপডেট?
Paris Olympics 2024: বিনেশের দ্বিতীয় দাবি ছিল, যেহেতু তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন কোনওরকম অন্যায় সুবিধা না নিয়ে, স্বচ্ছভাবে, তাই তাঁকে রুপোর পদক দেওয়া হোক।
প্যারিস: শুধু তাঁর নয়, বুধবার সকালে স্বপ্নভঙ্গ হয়েছে গোটা দেশের। কুস্তির ফাইনালে নামার দিন সকালে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছিল বিনেশ ফোগতকে (Vinesh Phogat)। ফাইনালে নামা তো দূর অস্ত, নিশ্চিত করে ফেলা রুপোর পদকও পাননি ভারতীয় কুস্তিগীর।
যে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ইন স্পোর্টস বা CAS-এর দ্বারস্থ হয়েছিলেন বিনেশ। সেই মামলার আপডেট কী? পদক জেতার আর কোনও সুযোগ থাকবে বিনেশের? নামতে পারবেন ফাইনালে? বিনেশের মামলার টাটকা আপডেট দেওয়ার জন্যই এই প্রতিবেদন।
সূত্রের খবর, দুটি আলাদা বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিনেশ। তাঁর দাবি ছিল দুটি। এক, তাঁকে ফাইনালে নামতে দেওয়া হোক। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাঁকে বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্ত পাল্টানো হোক। ফাইনালে নেমে লড়াই করে সোনা জেতার জন্য আর একটা সুযোগ দাবি করেছিলেন বিনেশ।
দুই, বিনেশ এ-ও দাবি করেছিলেন যে, ফাইনালে নামতে না দেওয়া হলে, অন্তত যেন রুপোর পদক দেওয়া হয় তাঁকে। যেন প্যারিস থেকে খালি হাতে ফিরতে না হয়।
ঘটনা হচ্ছে, ক্যাসে বিনেশের প্রথম দাবি শুরুতেই নাকচ হয়ে গিয়েছে। প্রথমেই তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, কোনওভাবেই সিদ্ধান্ত বদলে ফাইনালে নামতে দেওয়া হবে না বিনেশকে। অর্থাৎ, তাঁর সোনা জয়ের আর কোনও আশা নেই বলেই খবর।
বিনেশের দ্বিতীয় দাবি ছিল, যেহেতু তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন কোনওরকম অন্যায় সুবিধা না নিয়ে, স্বচ্ছভাবে, তাই তাঁকে রুপোর পদক দেওয়া হোক। বিনেশের সেই দাবি এখনও উড়িয়ে দেননি বিচারকেরা। এ নিয়ে বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যায় সওয়াল জবাব হওয়ার কথা। শোনা যাচ্ছে, পুরো শুনানি প্রক্রিয়াটি হবে অনলাইনে।
विनेश फोगाट आप भारतवासियों का गौरव हैं। हमारे लिए आप सदैव एक विजेता हैं और हमें आप पर गर्व है। आज की खबर निराशाजनक है इस मुश्किल घड़ी में हम आपके साथ हैं।
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 7, 2024
मुझे पूर्ण विश्वास है कि आप पूरी क्षमता से वापसी करेंगी क्योंकि मुश्किलों से लड़कर जीतना आपकी पहचान है।@Phogat_Vinesh
তবে বৃহস্পতিবারই রায় দেওয়া নাও হতে পারে। দিন কয়েক সময়ও নিতে পারেন বিচারকেরা। যেহেতু এই রায়ের জন্য টুর্নামেন্ট আটকে থাকার কোনও জায়গা নেই। শোনা যাচ্ছে, বিনেশের হয়ে লড়াই করবেন চারজন দুঁদে ফরাসি আইনজীবী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।