Manika Batra Wins: পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয়, টেবিল টেনিসের তৃতীয় রাউন্ডে মণিকা
টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের মণিকা বাত্রা।
টোকিও: টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের মণিকা বাত্রা।
মণিকা রবিবার তাঁর প্রতিপক্ষ ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কাকে হারালেন ৪-১১, ৪-১১, ১১-৭, ১২-১০, ৮-১১, ১১-৫, ১১-৭ গেমে। বিশ্ব ক্রমপর্যায়ে মণিকার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মার্গারিটা। ইউরোপের একাধিক টুর্নামেন্টে রুপো জিতেছিলেন ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কা। সেই হিসাবে ফেভারিট ছিলেন তিনিই। প্রথম দুই গেমে জিতে গিয়েছিলেন মার্গারিটা। দাঁড়াতেই দেননি মণিকাকে। প্রথম দুই গেমের ফল ছিল মার্গারিটার পক্ষে ১১-৪, ১১-৪। সকলে কার্যত ধরেই নিয়েছিলেন যে, ভারতীয় তারকাকে সহজেই হারিয়ে দিতে চলেছেন মার্গারিটা।
সেখান থেকে ঘুরে দাঁড়ান মণিকা। পরের দুই গেম ১১-৭ ও ১২-১০ ব্যবধানে জিতে নেন মণিকা। পঞ্চম গেমে তিনি ফের ৮-১১ ব্যবধানে হেরে গেলেও পরের দুটি গেম ১১-৫ ও ১১-৭ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মণিকা। সব মিলিয়ে ৫৭ মিনিটের ম্যাচে তিনি ৪-৩ গেমের ব্যবধানে জিতে পৌঁছে গেলেন পরের রাউন্ডে।
পি ভি সিন্ধু রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট গেমে। ২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারালেন সিন্ধু। প্রথম গেম জিততে সময় নিলেন ১৩ মিনিট। দ্বিতীয় গেম জিতলেন ১৬ মিনিটে। সব মিলিয়ে মাত্র ২৯ মিনিটে জিতে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু।
এদিকে, শ্যুটিংয়ে হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না কেউই। যোগ্যতা অর্জন পর্বে মনু শেষ করলেন ১২ নম্বরে। যশস্বিনী শেষ করলেন ১৩ নম্বরে। অলিম্পিক্সে রবিবার ভোরে ভারতীয়দের হয়ে লড়াই শুরু করেন মনু ও যশস্বিনী। মনু ছটি সিরিজে স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৫, ৯৪, ৯৫, ৯৮ ও ৯৫। অন্যদিকে যশস্বিনী ছটি সিরিজে স্কোর করেন যথাক্রমে ৯৪, ৯৮, ৯৪, ৯৭, ৯৬ ও ৯৫।