Tokyo Olympics 2020 Live: মহিলা হকিতে জার্মানির কাছে ২-০ গোলে হার ভারতের
Tokyo Olympics 2020: চানুর রুপো কি বদলাতে পারে সোনায়? চিনের সোনাজয়ীর হঠাৎ ডোপটেস্টের খবরে জল্পনা। সোনা জয়ের ২ দিন পর ফের পরীক্ষা কেন? তৈরি রহস্য।
LIVE
Background
টোকিও: শনিবার মীরাবাঈ চানুর পদক জয়ের পর থেকে আর কোনও পদক এখনও পর্যন্ত আসেনি ভারতের ঝুলিতে। তৃতীয় দিনে মেরি কম, পিভি সিন্ধু, মণিকা বাত্রারা তাঁদের ইভেন্টে জয় পেয়েছেন। কিন্তু হেরে বিদায় নিয়েছেন সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না, মানু ভাকের।
অলিম্পিক্সের চতুর্থ দিনে তিরন্দাজিতে আশা ছিলই। তিরন্দাজির দলগত ইভেন্টে এলিমেশন পর্বে নেমেছিলেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। তাঁরা জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। সকাল ১১.৩০ এ এই ইভেন্টের মেডেল রাউন্ড শুরু হবে। তবে তার আগে ভারতের তিরন্দাজদের ২টো ম্যাচ জিতে আসতে হবে।.
শ্যুটিংয়ে স্কিট যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে সোমবার। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অঙ্গদ বাজোয়া ও মাইরাজ আহমেদ খান। ভোর ৬.৩০ থেকে এই খেলা শুরু হবে। এই ইভেন্টের ফাইনাল রয়েছে দুপুর ১২টার সময়।
অঙ্গদ এই মুহূর্তে স্কিট ইভেন্টে ৭৫ শটসের পর ৭১ পয়েন্ট নিয়ে ১১ নম্বর স্থানে রয়েছেন। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মোট ১২৫ শট মারতে পারেন একজন শ্যুটার। তার মানে আরও ৫০টি শটের পরই বোঝা যাবে যে আদৌ অঙ্গদ ফাইনালে প্রবেশ করতে পারবেন কিনা। নিয়ম অনুযায়ী প্রথম ৬ জন শ্যুটার যোগ্যতা অর্জন পর্ব থেকে ফাইনালে প্রবেশ করতে পারবেন। মাইরাজ যদিও অনেকটাই পেছনে থেকে ২৫ নম্বরে রয়েছেন।
টেবিল টেনিসে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড রয়েছে। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, সুতীর্থা মুখোপাধ্যায় ও মণিকা বাত্রা। রবিবারই তৃতীয় রাউন্ডে উঠেছেন মণিকা।
মহিলা হকিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। প্রথম ম্যাচে নেদাল্যান্ডসের বিরুদ্ধে ৫-১ গোলে হারতে হয়েছিল তাঁদের।
Tokyo Olympic Games Live: কাল তৃতীয় রাউন্ডের ম্যাচ অচিন্ত্য শরৎ কমলের
কাল টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের মা লংয়ের মুখোমুখি হচ্ছেন ভারতের অভিজ্ঞ খেলোয়াড় অচিন্ত্য শরৎ কমল। এই ম্যাচটিও শুরু কাল সকাল সাড়ে আটটা থেকে।
Tokyo Olympics 2021 Live: কাল ১০ মিটার এয়ার রাইফেলে পদক জয়ের সুযোগ
কাল ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচ এবং গোল্ড মেডেল ম্যাচে লড়াই করবেন ভারতের দীপক কুমার ও অঞ্জুম মুদগিল এবং এলাভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংহ পানোয়ার। তাঁদের সামনেও পদক জয়ের সুযোগ রয়েছে।
Tokyo Olympics 2020 Live : কাল ভারতের শ্যুটারদের সামনে পদক জেতার সুযোগ
কাল টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ার সুযোগ ভারতের শ্যুটারদের সামনে। ভাল পারফরম্যান্স দেখাতে পারলে সকালেই পদক পেতে পারেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী এবং যশস্বিনী সিংহ দেশোয়াল ও অভিষেক ভার্মা। তাঁরা নামবেন ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেল ম্যাচে। তাঁরা যদি যোগ্য়তা অর্জন করতে পারেন, তাহলে পদক জয়ের সুযোগ থাকছে।
Tokyo Olympic Games Live: কাল পুরুষদের হকিতে স্পেনের সামনে ভারত
কাল পুরুষদের হকিতে স্পেনের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হেরে যায় ভারত। ফলে কালকের ম্যাচের আগে যথেষ্ট চাপে ভারতীয় দল।
Tokyo Olympics 2020 Live: পদক তালিকায় ৩৩ নম্বরে ভারত
এখনও পর্যন্ত একটিমাত্র পদক পেয়ে টোকিও অলিম্পিক্সে পদক তালিকায় ৩৩ নম্বরে নেমে গেল ভারত।