Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসে পিছিয়ে পড়েও দুরন্ত জয় বাংলার সুতীর্থার
শনিবার টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টে দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পরেই হকিতে সুখবর। পুল এ-র প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিল ভারত।
LIVE
Background
টোকিও: শনিবার টোকিও অলিম্পিক্সে ভারতের দিনটা ভালই কাটছে। তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টে দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পরেই হকিতে সুখবর। পুল এ-র প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিল ভারত। শুরুতে পিছিয়ে পড়লেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারতীয় দল।
ভারতের হয়ে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ। শেষ পর্যন্ত অবশ্য ভারতীয় দলের জয় সম্ভব হয়েছে কারণ, গোলপোস্টের নীচে দুর্ভেদ্য হয়ে উঠেছেন শ্রীজেশ। চতুর্থ কোয়ার্টারে নিউজ়িল্যান্ডের মুহূর্মুহূ আক্রমণের মুখে দুর্ভেদ্য ছিলেন তিনি। একেবারে শেষ বাঁশি বাজার আগে ঝাঁপিয়ে পড়েও দুরন্ত একটি সেভ করেন শ্রীজেশ। সব মিলিয়ে পুল এ-র প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট নিয়ে শেষ করল ভারত। পুল এ-তে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে রয়েছে তারা। কাল, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই ভারতের। তার আগে এই জয় নিঃসন্দেহে ভারতীয় শিবিরে অক্সিজেন জোগাবে।
চিনা তাইপের বিরুদ্ধে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েছিল ভারত। তবে চূড়ান্ত সেটে ৫-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেলেন দীপিকা ও প্রবীণ। তিরন্দাজির মিক্সড টিম এলিমিনেশন রাউন্ডে শনিবার ভারতীয় সময় সকাল ৬টায় দীপিকা ও প্রবীণের প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের চিন চান ট্যাং ও চিয়া এন লিং। প্রথম সেটে চিনা তাইপে ৩৬-৩৫ ব্যবধানে জিতে নেয়। চারটি শটে চিনা তাইপের প্রতিনিধিরা ৯, ৯, ৮ ও ১০ পয়েন্ট স্কোর করে। সেখানে ভারতের দুই তিরন্দাজ ৮, ১০, ৮ ও ৯ পয়েন্ট স্কোর করেন।
দ্বিতীয় সেট টাই হয়। ভারত ও চিনা তাইপে, দুই দলের তিরন্দাজরাই ৩৮ পয়েন্ট করে স্কোর করেন। ভারতের পয়েন্ট ছিল ১০, ১০, ৯ ও ৯। চিনা তাইপের পয়েন্ট ছিল ১০, ৯, ১০ ও ৯। দুই দলই ৩৮ পয়েন্ট করে পেলেও প্রথম সেটে জেতার ফরে দুই সেটের শেষে ভারতের চেয়ে এগিয়ে ছিল চিনা তাইপে।
তৃতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত। পরপর চারটি পারফেক্ট টেন স্কোর করেন দীপিকা ও প্রবীণ। ভারত ৪০ পয়েন্টের মধ্যে ৪০ পয়েন্টই পায়। অন্যদিকে চিনা তাইপের স্কোর দাঁড়ায় ৮, ১০, ৭ ও ১০। সব মিলিয়ে ৩৫ পয়েন্ট। এবং তৃতীয় সেট জিতে সমতা ফেরায় ভারত।
চতুর্থ তথা নির্ণায়ক সেট ৩৭-৩৬ পয়েন্টে জিতে নেয় ভারত। ভারত এই সেটে ৯, ৮, ১০ ও ১০ পয়েন্ট ছিনিয়ে নেয়। শেষ দুটি পরপর পারফেক্ট টেন স্কোর করেন দীপিকা ও প্রবীণ। জবাবে চিনা তাইপের তিরন্দাজরা ১০, ৯, ৮ ও ৯ অর্থাৎ সব মিলিয়ে ৩৬ পয়েন্ট স্কোর করেন। ভারত পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।
Tokyo Olympics 2020 Live: রবিবার আর্টিস্টিক জিমন্যাস্টিকের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামছেন প্রণতি
মহিলাদের আর্টিস্টিক জিমনাস্টিকের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে রবিবার নামছেন প্রণতি নায়েক। বাংলার এই জিমন্যাস্টকে নিয়ে আশাবাদী সবাই। শনিবার টেবিল টেনিসে সিঙ্গলসে জয় পেয়েছেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়।
Tokyo Olympics 2020 Live: মহিলা হকিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫-১ গোলে হার ভারতের
পুরষদের হকিতে জয় এসেছিল দিনের শুরুতে। কিন্তু মহিলাদের হকিতে হতাশ করলেন রানি রামপলরা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫-১ গোলে হেরে গেল ভারতীয় মহিলা হকি দল।
Tokyo Olympics 2020 Live: প্রতিনিয়ত আক্রমণ ডাচদের, হকিতে ৪-১ গোলে পিছিয়ে পড়লেন রানিরা
ডাচদের প্রতিনিয়ত আক্রমণে বেসামাল ভারতীয় মহিলা হকি দল। প্রথম ২ কোয়ার্টার ভাল খেললেও তৃতীয় রাউন্ড থেকেই একাধিপত্য বজায় রেখে খেলছে নেদারল্যান্ডস। চতুর্থ কোয়ার্টারের খেলা চলছে, এরমধ্যেই স্কোরলাইন ডাচদের পক্ষে ৪-১।
Tokyo Olympics 2020 Live: প্রথম ২ কোয়ার্টারের শেষে ভারত- নেদারল্যান্ড ম্য়াচের ফল ১-১
টোকিও অলিম্পিক্সে হকিতে ভারতীয় মহিলা দলের ম্যাচ চলছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। প্রথম ২ কোয়ার্টার শেষে ১-১ রয়েছে স্কোর লাইন।
Tokyo Olympics 2020 Live: হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারত- নেদারল্যান্ড মহিলা হকিতে
এই মুহূর্তে চলছে পুল এ তে মহিলাদের হকি ম্যাচ। ভারত ও নেদারল্যান্ড ম্যাচের স্কোরলাইন এখন ১-১। প্রথমে ৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ড। এরপর ভারতের হয়ে ১০ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান ক্যাপ্টেন রানি রামপল।