Tokyo Olympics 2020: চিনা তাইপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, কোয়ার্টার ফাইনালে দীপিকা-প্রবীণ
তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দীপিকা-প্রবীণ।
টোকিও: অলিম্পিক্সে শনিবার শুরুটা ভাল হল ভারতের। চিনা তাইপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব। তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা।
চিনা তাইপের বিরুদ্ধে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েছিল ভারত। তবে চূড়ান্ত সেটে ৫-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেলেন দীপিকা ও প্রবীণ। তিরন্দাজির মিক্সড টিম এলিমিনেশন রাউন্ডে শনিবার ভারতীয় সময় সকাল ৬টায় দীপিকা ও প্রবীণের প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের চিন চান ট্যাং ও চিয়া এন লিং। প্রথম সেটে চিনা তাইপে ৩৬-৩৫ ব্যবধানে জিতে নেয়। চারটি শটে চিনা তাইপের প্রতিনিধিরা ৯, ৯, ৮ ও ১০ পয়েন্ট স্কোর করে। সেখানে ভারতের দুই তিরন্দাজ ৮, ১০, ৮ ও ৯ পয়েন্ট স্কোর করেন।
দ্বিতীয় সেট টাই হয়। ভারত ও চিনা তাইপে, দুই দলের তিরন্দাজরাই ৩৮ পয়েন্ট করে স্কোর করেন। ভারতের পয়েন্ট ছিল ১০, ১০, ৯ ও ৯। চিনা তাইপের পয়েন্ট ছিল ১০, ৯, ১০ ও ৯। দুই দলই ৩৮ পয়েন্ট করে পেলেও প্রথম সেটে জেতার ফরে দুই সেটের শেষে ভারতের চেয়ে এগিয়ে ছিল চিনা তাইপে।
তৃতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত। পরপর চারটি পারফেক্ট টেন স্কোর করেন দীপিকা ও প্রবীণ। ভারত ৪০ পয়েন্টের মধ্যে ৪০ পয়েন্টই পায়। অন্যদিকে চিনা তাইপের স্কোর দাঁড়ায় ৮, ১০, ৭ ও ১০। সব মিলিয়ে ৩৫ পয়েন্ট। এবং তৃতীয় সেট জিতে সমতা ফেরায় ভারত।
চতুর্থ তথা নির্ণায়ক সেট ৩৭-৩৬ পয়েন্টে জিতে নেয় ভারত। ভারত এই সেটে ৯, ৮, ১০ ও ১০ পয়েন্ট ছিনিয়ে নেয়। শেষ দুটি পরপর পারফেক্ট টেন স্কোর করেন দীপিকা ও প্রবীণ। জবাবে চিনা তাইপের তিরন্দাজরা ১০, ৯, ৮ ও ৯ অর্থাৎ সব মিলিয়ে ৩৬ পয়েন্ট স্কোর করেন। ভারত পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।