Tokyo Olympics 2020: দেশে ফিরলেন অলিম্পিক্সে পদকজয়ীরা, দিল্লি বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে সম্বর্ধনা
Tokyo Olympics: দেশে ফিরলেন জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া।
নয়াদিল্লি: দেশে ফিরলেন অলিম্পিক্সে পদকজয়ীরা। দেশে ফিরলেন জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া। দিল্লি বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে সম্বর্ধনা দেওয়া হল নীরজ চোপড়া, বজরং পুনিয়াদের।
এবারই অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত আর এবারই সবচেয়ে ভাল ফল হয়েছে। একটি সোনা, দু’টি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। স্বাধীন ভারতে এবারই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে পদক এসেছে। স্বাভাবিকভাবেই দেশের ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বসিত। পদকজয়ী নীরজ, বজরং, সাইখম মীরাবাঈ চানু, রবি কুমার দাহিয়া, লভলিনা বর্গোহাঁই, পিভি সিন্ধু ও ভারতের পুরুষ হকি দলের সদস্যরা অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন। পদকজয়ীদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
দিল্লি বিমানবন্দরে পদকজয়ীদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার শীর্ষকর্তারা। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পদকজয়ীদের সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে।
এদিন দিল্লি বিমানবন্দরে সবচেয়ে বেশি উৎসাহ ছিল সোনাজয়ী নীরজকে নিয়ে। তিনি শুরুতেই বিমানবন্দরের বাইরে আসেন। তাঁকে জড়িয়ে ধরা এবং সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে জনতা। সবাই তাঁকে একঝলক দেখতে চাইছিলেন।
প্রথমে ঠিক হয়েছিল, দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অলিম্পিক্সে পদকজয়ীদের সম্বর্ধনা জানানো হবে। কিন্তু পরে ঠিক হয়, বৃষ্টির জন্য স্টেডিয়ামের বদলে একটি হোটেলে সম্বর্ধনা জানানো হবে।
আজ দিল্লিতে পদকজয়ীদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে থাকছেন না চানু ও সিন্ধু। কারণ, তাঁরা আগেই দেশে ফিরে এসেছেন। সরকারের পক্ষ থেকে আগেই তাঁদের সম্বর্ধনা জানানো হয়েছে। সেই কারণে আজকের অনু্ষ্ঠানে আর তাঁরা থাকছেন না। সাই-এর পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে নীরজ, রবি, লভলিনা, বজরং ও পুরুষদের হকি দলকে।
এবিপি আনন্দকে নীরজ বলেন, ‘আমরা পরেরবার আরও বেশি পদক আনব। সবার কাছে আমার অনুরোধ, অ্যাথলিটদের পাশে থাকুন।’
এবিপি আনন্দকে বজরং বলেন, ‘চোটের জন্য সোনা জিততে পারিনি। এর জন্য আমি কিছুটা হতাশ। তবে কথা দিচ্ছি, পরের অলিম্পিক্সে পদকের রং বদলে দেব।’