Tokyo Olympics 2020: মহিলা হকিতে জার্মানির কাছে ০-২ গোলে হার ভারতের
Tokyo Olympics 2020, Women's Hockey: প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরে গেল ভারত।
![Tokyo Olympics 2020: মহিলা হকিতে জার্মানির কাছে ০-২ গোলে হার ভারতের Tokyo Olympics 2020: Indian Women’s team loses to Germany 2-0, 2nd loss in Group stage pool A match Tokyo Olympics 2020: মহিলা হকিতে জার্মানির কাছে ০-২ গোলে হার ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/23c862251a8cda6e2c0892270e5e1a88_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: এবারের অলিম্পিক্সে মহিলা হকিতে ভারতের সাফল্য এখনও পর্যন্ত অধরা। শনিবার প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ০-২ গোলে হেরে গেল ভারতীয় দল। দু’টি ম্যাচই হেরে পুল এ-তে সবার নীচে ভারত।
প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর এদিন আশা করা হয়েছিল রানি রামপাল, সবিতা পুনিয়ারা ঘুরে দাঁড়াবেন। কিন্তু সেটা হল না। হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে এদিনও হেরে গেল ভারতীয় দল। ১২ মিনিটেই প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন নাইকি লরেঞ্জ। এরপর ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করেন অ্যান স্ক্রোডার। এরই মাঝে ৩২ মিনিটে ভারতের হয়ে পেনাল্টি স্ট্রোক নষ্ট করেন গুরজিৎ কউর। ২-০ গোলে পিছিয়ে পড়ে আর গোল শোধ করতে পারেনি ভারত।
রিও অলিম্পিক্সে মহিলাদের হকিতে ব্রোঞ্জ পেয়েছিল জার্মানি। ফলে দলটি যথেষ্ট শক্তিশালী। সেখানে ভারতীয় দল ততটা শক্তিশালী নয়। এদিনের ম্যাচে তারই প্রতিফলন দেখা গেল। এদিন শুরু থেকেই দাপট ছিল জার্মানির। প্রথম কোয়ার্টারে কোনও পেনাল্টি কর্নার পায়নি ভারত। তার মধ্যেই গোল হজম করে ভারত। জার্মানি একের পর এক আক্রমণে ভারতীয় দলকে চাপে ফেলে দেয়।
প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারেও ভারতীয় দল মোটেই ভাল খেলতে পারেনি। ২১ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার পায় জার্মানি। তবে তারা গোল করতে পারেনি। ভারতীয় দল গোল শোধের লক্ষ্যে কিছুটা চেষ্টা করে। কিন্তু জার্মানির রক্ষণ অক্ষত থাকে। ভারতের স্ট্রাইকাররা বিশেষ কিছু করতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারের শেষে এক গোলেই এগিয়েছিল জার্মানরা।
তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার পরেই গোল শোধ করার সুবর্ণ সুযোগ পায় ভারত। প্রথমে পেনাল্টি কর্নার এবং তারপর পেনাল্টি স্ট্রোক পায় ভারতীয় দল। কিন্তু সুযোগ নষ্ট হয়। এরই মধ্যে ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় জার্মানি। সেই গোল আর শোধ করতে পারেনি ভারত। শেষপর্যন্ত ম্যাচের ফল থাকে জার্মানির পক্ষে ২-০। গ্রুপের দু’টি ম্যাচই হেরে সবার নীচে ভারতীয় দল। দু’টি ম্যাচই জিতলেও, গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে জার্মানি। এক নম্বরে নেদারল্যান্ডস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)