Tokyo Olympics 2020 Live: ডিসকাসের ফাইনালে ষষ্ঠস্থানে শেষ করলেন ভারতের কমলপ্রীত কৌর
সোমবারও পদকের আশায় বুক বাঁধছেন কোটি কোটি ভারতবাসী। ডিসকাস থ্রোতে কমনপ্রীত কৌরের দিকে তাকিয়ে সবাই।

Background
টোকিও: টোকিও অলিম্পিক্সে রবিবার পদক এসেছে ঝুলিতে। সুপার সানডেতে সুপার পারফরম্যান্সে বাজিমাত করেছেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ এসেছে। এবার সোমবারও পদকের আশায় বুক বাঁধছেন কোটি কোটি ভারতবাসী। ডিসকাস থ্রোতে কমনপ্রীত কৌরের দিকে তাকিয়ে সবাই। সীমা পুনিয়াকে নিয়ে সবার আশা ছিল। কিন্তু সীমা ব্যর্থ হয়েছেন। তবে কমলপ্রতীকে নিয়ে এবার আশা দেখছে ভারত।
তবে সোমবার প্রথমে ভোরবেলা ৫.৩০টায় অ্যাথলেটিক্সে মহিলাদের ২০০ মিটারের প্রথম রাউন্ডে খেলতে নামবেন দ্য়ুতি চন্দ। বিকেল ৩.৩০ এ মহিলাদের ১০০ মিটারের সেমিফাইনাল রয়েছে। এরপরই মহিলাদের ডিসকাস থ্রোতে ফাইনালে বিকেল ৪.৩০টায় খেলতে নামবেন কমলপ্রীত কৌর। শ্যুটিংয়েও ম্যাচ রয়েছে এদিন ভারতের। পুরুষদের ৫০০ মিটার রাইফেল থ্রি পজিশনে নামবেন সঞ্জীব রাজপুত ও ঐশ্বরী তোমর। হকিতে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতের মহিলা হকি দল।
এদিকে রবিবার চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবারও অলিম্পিক্সের শুরু থেকেই ছন্দে ছিলেন। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁর সোনা বা রুপোর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। রবিবার ছিল ব্রোঞ্জের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই সেমিফাইনালের পরাজিতরা। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেম জিতে নেন মাত্র ২৩ মিনিটে। ২১-১৩ ব্যবধানে। দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমও জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমের ব্যবধান সিন্ধুর পক্ষে ২১-১৫।
এছাড়া হকিতেও সাফল্য আসে এদিন। ৪৯ বছর পর পুরুষদের হকিতে অলিম্পিক্সের সেমিতে ভারত। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দেয় গ্রেট ব্রিটেনকে। ৩-১ গোলে জয় পায় ভারতের। ১৯৭২ সালে শেষবার অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। এরপর টোকিওতে ফের শেষ চারে জায়গা করে নিল ভারতীয় হকি দল। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বে একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এই মুহূর্তে ভারতের ঝুলিতে রয়েছে একটি রুপো ও একটি ব্রোঞ্জ।
Tokyo Olympics 2020 Live: ষষ্ঠস্থানে শেষ করলেন কমলপ্রীত
ব্যক্তিগত সেরা ৬৩.৭০ ছুড়েও ডিসকাস থ্রোয়ের ফাইনালে ষষ্ঠস্থানে শেষ করলেন কমলপ্রীত কৌর।
Tokyo Olympics 2020 Live: পঞ্চম থ্রোয়ের পর পিছিয়ে কমলপ্রীত
পঞ্চম থ্রোয়ে ৬১.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করলেন কমলপ্রীত।




















