Tokyo Olympics 2020 Live: টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু
রবিবার সিন্ধুর দিকে নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি।
LIVE
Background
টোকিও: অলিম্পিক্সে চিনের দাপট চলছে। ২১টি সোনা সহ মোট ৪৬টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে চিন। আয়োজক দেশ জাপান রয়েছে দুই নম্বরে। ১৭টি সোনা সহ ৩০টি পদক জিতে দুইয়ে রয়েছে জাপান। ১৬টি সোনা-সহ ৪৬টি পদক জিতে তিনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মীরাবাঈ চানুর পর ভারতের আর কেউই পদক জেতেননি। পদক তালিকায় ভারত নেমে গিয়েছে ৬০ নম্বরে। বুলগেরিয়া, জর্ডন, নর্থ ম্যাসেডোনিয়া ও তুর্কমেনিস্তানের সঙ্গে যুগ্মভাবে।
অলিম্পিক্সে শনিবার ভারতের দিনটি মিশ্রভাবে কাটল। তিরন্দাজিতে হারতে হল অতনু দাসকে। ডিসকাস থ্রোয়ে সীমা পুনিয়া না পারলেও ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন কমলপ্রীত কৌর। বক্সিংয়ে হেরে যান অমিত পাঙ্ঘাল। হকিতে ভারতীয় মহিলা দল ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শ্যুটিংয়ে ভারতীয়রা ফের ব্যর্থ। বক্সিংয়ে হেরে গিয়েছেন পূজা রানি। ব্য়াডমিন্টনের সেমিফাইনালে হারতে হয়েছে পি ভি সিন্ধুকে।
রবিবার অবশ্য সিন্ধুর দিকেই নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি। সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন আর নেই। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে। আর সে জন্য যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, অঙ্গীকার করে রাখলেন পি ভি সিন্ধু। যিনি শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন।
এছাড়া তারকাদের মধ্যে গল্ফে নামছেন অনির্বাণ লাহিড়ী, বক্সিংয়ে সতীশ কুমার। হকিতে ভারতের পুরুষ দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। ভারতের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।
Tokyo Olympics 2020 Live: টেবিল টেনিসে সোনা চিনের চেন ইউফেইয়ের
মহিলাদের টেবিল টেনিসে সোনা জিতলেন চিনের চেন ইউফেই। হারিয়ে দিলেন চিনা তাইপের তাই জু ইংকে।
Tokyo Olympics 2020 Live: ৪৯ বছর পর অলিম্পিক্সের সেমিতে পুরুষদের ভারতীয় হকি দল
৪৯ বছর পর অলিম্পিক্সের সেমিফাইনালে পুরষদের ভারতীয় হকি দল। গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে দিল তারা।
Tokyo Olympics 2020 Live: হকিতে চতুর্থ কোয়ার্টারে এগিয়ে ভারত
হকিতে চতুর্থ কোয়ার্টারের খেলা চলছে। ২-১ গোলে এগিয়ে ভারত।
Tokyo Olympics 2020 Live: অনন্য কৃতিত্ব সিন্ধুর
ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ২ টো পদক জিতলেন পিভি সিন্ধু।
Tokyo Olympics 2020 Live: হকিতে ২-০ গোলে এগিয়ে ভারত
হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দ্বিতীয় কােয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ভারতীয় দল।