Tokyo Olympics 2020: টোকিও থেকে দেশে ফিরলেন মীরাবাঈ চানু
Tokyo Olympics 2020: Mirabai Chanu back to the country after making India proud. এবারের অলিম্পিক্সে দেশকে প্রথম পদক দেওয়ার পর দেশে ফিরলেন চানু।

নয়াদিল্লি: টোকিওয় চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর আজ দেশে ফিরলেন মীরাবাঈ চানু। তিনি অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন। মণিপুর সরকার তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার নিযুক্ত করেছে।
দেশে ফেরার পর চানু জানিয়েছেন, ‘এবারের অলিম্পিক্স বেশ কঠিন ছিল। আমরা ২০১৬ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। রিও অলিম্পিক্সের পর প্রস্তুতির ধরন বদলে ফেলি। আমরা (চানু ও তাঁর কোচ) টোকিও অলিম্পিক্সের জন্য পাঁচ বছর দিয়েছি। এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ।’
২১ বছরের খরা কাটিয়ে চানুর হাত ধরে অলিম্পিক্সে ভারত্তোলনে পদক পেয়েছে ভারত। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী। তারপর এই প্রথম কোনও ভারতীয় ভারত্তোলক অলিম্পিক্সে পদক পেলেন। মহিলাদের ৪৯ কেজিতে রুপো পান চানু। রোমহর্ষক ম্যাচে স্ন্যাচে পিছিয়ে পড়েও ক্লিন অ্যান্ড জার্কে বাজিমাত করেন তিনি। চানু স্ন্যাচে তোলেন ৮৭ কেজি। এরপর ৮৯ কেজি ওজন তুলতে ব্যর্থ হন তিনি। তবে ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি তুলে রুপো নিশ্চিত করেন তিনি। সোনা জেতেন চিনের প্রতিযোগী।
বদলাবে কি চানুর পদকের রঙ? ভারোত্তোলনে তাঁর জেতা রুপো কি বদলে যেতে পারে সোনায়? হঠাৎই তৈরি হয়েছে সেই আশা। ভারত্তোলনে তাঁর বিভাগে সোনা জেতেন চিনের অ্যাথলিট ঝিহুই হাউ। সোনা জয়ের দু’দিনের মাথায় হঠাৎই তাঁর ডোপ টেস্ট হবে বলে খবর। অথচ তাঁর রুটিন টেস্ট কিন্তু আগেই হয়েছে। হঠাৎ কেন এই ডোপ টেস্ট? তাই নিয়েই তৈরি হয়েছে রহস্য। এই ডোপ পরীক্ষায় হাউ যদি ব্যর্থ হন, তাহলে চানুই হবেন স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ভারোত্তোলক।
টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম পদকজয়ী চানুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, ‘টোকিও অলিম্পিক্সে এর থেকে ভাল শুরু হতেই পারে না। মীরাবাঈ চানুর বিস্ময়কর সাফল্যে ভারতবাসী আনন্দিত। ভারত্তোলনে রুপো জয়ের জন্য তাঁকে অভিনন্দন। এই সাফল্য প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করবে।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চানুকে অভিনন্দন জানান। তাঁর ট্যুইট, ‘মীরাবাঈ চানু টোকিও অলিম্পিক্সে মহিলাদের ভারত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো জেতায় আন্তরিক অভিনন্দন জানাই। তুমি আমাদের সবাইকে খুব গর্বিত করেছো। তোমার এই সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
