Tokyo Olympics 2020: সারা দেশের প্রত্যাশা নিজের কাঁধে বহন করেছেন চানু, বার্তা উচ্ছ্বসিত বিরাটের
অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তা দ্রাবিড়, শুভমনদের।
টোকিও: গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। মীরাবাঈ চানু। ৪৯ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেছেন তিনি। টোকিও অলিম্পিক্সে জেতা এখনও পর্যন্ত ভারতের একমাত্র পদক।
এবার চানুকে শুভেচ্ছাবার্তা পাঠালেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। কোহলি বলেছেন, 'গোটা দেশের প্রত্যাশার চাপ নিজের কাঁধে করে বহন করা যায় কীভাবে, সেটা আপনি দেখিয়েছেন।'
ভারোত্তোলনে রুপো জিতে গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তবে এবার মীরাবাঈ চানুর সামনে আরও বড় সুযোগ। তাঁর রুপোর পদক বদলে যেতে পারে সোনায়!
কারণ, ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের হাউ ঝিহুই। তবে ডোপ পরীক্ষার জন্য তাঁকে টোকিও ছাড়তে বারণ করা হয়েছে। ডোপ পরীক্ষায় ঝিহুই ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী রুপোজয়ী চানুকে সোনার পদক দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ঝিহুইয়ের পদক কেড়ে নেওয়া হবে।
ভারোত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।
২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর থেকেই অলিম্পিক্সে তাঁকে পদক জয়ের দৌড়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। চানু দেখিয়ে দিয়েছিলেন, তাঁর ওপর ভরসা করে ভুল কিছু করেননি বিশেষজ্ঞরা। এর আগে ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। তাঁর ২১ বছর পর পদক জিতলেন চানু।
অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাহুল দ্রাবিড় ও শুভমন গিল। দ্রাবিড় একটি ভিডিও বার্তায় বলেছেন, 'ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করছি। আসুন সকলে মিলে ওদের পাশে থাকি।' শুভমন বলেছেন, 'টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া দেশের অ্যাথলিটদের কুর্নিশ জানাই।'