Tokyo Olympic Results: টেবিল টেনিসে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় বাংলার সুতীর্থার
স্ট্রেট গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন সুতীর্থা।
![Tokyo Olympic Results: টেবিল টেনিসে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় বাংলার সুতীর্থার Tokyo Olympics 2020: Table Tennis Women's Singles Round 2 Bengals Sutirtha Mukherjee loses to Portugals Fu Yu Tokyo Olympic Results: টেবিল টেনিসে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় বাংলার সুতীর্থার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/849df28bfaacaad880c4b780e5c60965_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: টেবিল টেনিসে আশা জাগিয়েছিলেন। প্রথম রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। তাঁকে ঘিরে পদকের স্বপ্ন দেখছিল বাংলা-সহ গোটা দেশ। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হল। মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ফু ইউয়ের কাছে ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ হেরে বিদায় নিলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়।
সোমবার প্রতিপক্ষের কাছে কার্যত দাঁড়াতেই পারেননি সুতীর্থা। ইউরোপের প্রতিপক্ষদের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড ছিল তাঁর। অলিম্পিক্সের জন্য টোকিও রওনা হওয়ার আগে এবিপি লাইভকে বাংলার মেয়ে বলে গিয়েছিলেন যে, মূলত কোরিয়া, জাপান, চিন ও চিনা তাইপের প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত পর্তুগালের প্রতিপক্ষের কাছে হারতে হল তাঁকে।
সোমবার টেবিল টেনিসে ভারতের শুরুটা ভাল হয়েছিল। পুরুষ বিভাগের সিঙ্গলসে পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শরথ কমল।
সোমবার শরথের শুরুটা ভাল হয়নি। প্রথম গেম ২-১১ ব্যবধানে হেরে যান ভারতীয় প্যাডলার। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান শরথ। পরের দুটি গেম জিতে নেন তিনি। এগিয়ে যান ২-১ গেমে। তবে বেস্ট অফ সেভেন গেমের ম্যাচে ফের লড়াইয়ে ফেরেন থিয়াগো। চতুর্থ গেম জিতে নিয়ে ২-২ করেন তিনি। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং স্নায়ুর চাপ সামলে পরের দুটি গেম জিতে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন শরথ।
কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে নেমেছেন শরথ। পদক জেতার জন্য তাঁর দিকে তাকিয়ে রয়েছে ভারত। অভিজ্ঞতার জন্যই চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখতে সক্ষম হন তিনি।
অন্যদিকে, চলতি টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রথমবার দেখা গেল ভারতীয়দের দাপট। পুরুষদের দলগত বিভাগে ১/৮ এলিমিনেশনে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল। অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই ৬টি সেট জিতে নেন।
বক্সিংয়ে বড় ম্যাচ রয়েছে ভারতের। ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার অমিত পাঙ্ঘাল পুরুষদের ফ্লাইওয়েট ক্যাটেগরিতে প্রথম রাউন্ডে নামবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)