Tokyo Olympics 2020: 'কঠিনতম লড়াই, তবে আমরা তৈরি' রানির গলায় আত্মবিশ্বাস, প্রত্যাশায় গোটা দেশ
তৃতীয়বার অলিম্পিক্স খেলা ভারতীয় মহিলা হকি দল প্রথমবার সেমিফাইনাল খেলতে নামছে
![Tokyo Olympics 2020: 'কঠিনতম লড়াই, তবে আমরা তৈরি' রানির গলায় আত্মবিশ্বাস, প্রত্যাশায় গোটা দেশ Tokyo Olympics 2020: Women Hockey Skipper Rani reaction ahead of Tokyo Olympics semi final Tokyo Olympics 2020: 'কঠিনতম লড়াই, তবে আমরা তৈরি' রানির গলায় আত্মবিশ্বাস, প্রত্যাশায় গোটা দেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/03/5bc9992b3ffdcccc6d173dc1d7f9b6e5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও : কোনওদিনও যা হয়নি, সেটাই করে দেখানোর দোরগোড়ায় রানি রামপাল ব্রিগেড। অলিম্পিক্সের সোনাজয়ের মূল দাবিদার অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছে ভারতীয় মহিলা হকি দল। এবার ইতিহাসের পাল্লা আরও ভারী করার মুখে তাদের সামনে আর্জেন্তিনার কঠিন চ্যালেঞ্জ। যারা শেষ আটের ম্যাচে ৩-০ গোলে উড়িয়েছে জার্মানিকে। জমাট রক্ষণ ও পাল্টা আক্রমণই লিওনেল মেসির দেশের মেয়েদের খেলার মূলমন্ত্র। তাদের বিরুদ্ধে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শেষচারের যুদ্ধকে তাই 'কঠিনতম লড়াই' আখ্যা দিয়েছেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল। তবে ভারতীয় প্রমীলা বাহিনীও যে চ্যালেঞ্জ সামলে নিজেদের সেরাটা দিতে তৈরি সেটা জানাতেও ভোলেননি আত্মবিশ্বাসী রানি।
বুধবার ভারতীয় সময় দুপুর সাড়ে ৩ টেয় ম্যাচ। আর্জেন্তিনার বিরুদ্ধে লড়াইয়ের আগের দিন জাপানের রাজধানী থেকে সংবাদসংস্থা এএনআইকে রানি জানিয়েছেন, 'অলিম্পিক্সের সেমিফাইনাল ম্যাচের চাপ-প্রত্যাশা সবকিছুই বাকি যে কোনও ট্যুর বা প্রতিযোগিতার ম্যাচের থেকে আলাদা। দলহিসেবে এটাই যে আমাদের কাছে কঠিনতম চ্যালেঞ্জ তাতে কোনও সন্দেহ নেই। তবে আমরাও নিজেদের সেরাটা দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী করেই নামব।' প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করছে ভারতীয় মহিলা হকি দল। ১৯৮০ অলিম্পিক্সের রাউন্ড রবিন ফর্মাটে চতুর্থ স্থানে থেকে শেষ করেছিল ভারতীয় মহিলা হকি দল। ২০১৬ অলিম্পিক্সে তারা তেমন কিছু করতে পারেনি। তাই প্রথমবার সেমিফাইনালে উঠে ভারতীয় মহিলা হকি দল পদকের দোরগোড়ায় দাঁড়িয়ে এই প্রথমবার।
(আরও পড়ুন- সোনার খোঁজে নামছে লভলিনা-রানিরা, অলিম্পিক্সে বুধবার কখন কোন খেলা, রইল বিস্তারিত)
অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষেত্রে ভারত একমাত্র গোলটি করেছিল পেনাল্টি কর্নার থেকে। আর্জেন্তিনার রক্ষণ দুর্বল হলেও কোচ সোয়ের্ড মারিনের পাখির চোখ সেদিকেই। পাশাপাশি রিয়েলের 'কবীর খান'কে কিছুটা চিন্তায় রাখছে দু-দলের একে অপরের শক্তি-দুর্বলতা সম্পর্কে খোঁজ। চলতি বছরের জানিয়ারিতেই রানিরা আর্জেন্তিনার বিরুদ্ধে ট্যুর গেমে টানা কয়েকটা ম্যাচ খেলেছে। তবে প্রতিপক্ষ নিয়ে বাড়তি না ভেবে অ্যাস্ট্রোটার্ফে নিজেদের ছন্দে হকি খেলার দিকেই মেয়েদের মন দিতে বলেছেন মারিন। অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করা রানিরাও মুখিয়ে নিজেদের সবটা উজাড় করে দিতে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বোঝা যাবে পুরুষদের মতো ব্যর্থতাই সঙ্গী হয় না কি জারি থাকে 'চক দে ইন্ডিয়া'।
(আরও পড়ুন- পদক তালিকার শীর্ষে চিন, ৬৪ নম্বরে ভারত)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)