India Medal Tally, Olympic 2020: পদক তালিকার শীর্ষে চিন, ৬৪ নম্বরে ভারত
India Medal Tally Standings, Tokyo Olympic 2020: অলিম্পিক্স পদক তালিকায় সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে চিন।
টোকিও: অলিম্পিক্স পদক তালিকায় সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে চিন। ৩২টি সোনা সহ মোট ৬৯টি পদক জিতে তালিকার শীর্ষে চিন। তাদের চেয়ে ৮টি সোনার পদক কম পেয়ে দ্বিতীয় স্থানে আমেরিকা। ২৪টি সোনা সহ মোট ৭৩টি পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারত এখনও পর্যন্ত একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছে। মীরাবাঈ চানু ভারোত্তোলনে রুপো জিতেছিলেন। আর ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছেন পি ভি সিন্ধু।
মঙ্গলবার ভারতের দিনটা ভাল কাটেনি। টোকিও অলিম্পিক্সে হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে যায় ভারত। ৫-২ গোলে। এদিন খেলার শুরু থেকেই দু দলের মধ্যে কড়া টক্কর হয়। কিন্তু চতুর্থ কোয়ার্টারে গিয়ে খেই হারিয়ে ফেলে ভারতীয় দল। অলিম্পিক্স সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রথম কোয়ার্টারেই গোলশোধ করে ভারত। হরমনপ্রীত সিংহ গোল করেন ভারতের হয়ে। এর কিছুক্ষণের মধ্যেই যদিও দ্বিতীয় গোল করেন মনদীপ সিংহ। ভারত ২-১ গোলে এগিয়ে যায়।
প্রথম কোয়ার্টারে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে হেনড্রিকস গোলশোধ করেন বেলজিয়ামের হয়ে। হাফ টাইমে ম্যাচের ফল ছিল ২-২। এরপর ফের গোল করেন হেনড্রিকস। চতুর্থ কোয়ার্টারে পরপর পেনাল্টির সুযোগ পায় ভারত। চতুর্থ কোয়ার্টার শেষ হওয়ার ৭ মিনিট আগে হ্যাটট্রিক করেন হেনড্রিকস। ফের গোল করে দলকে ২ গোলের ব্যবধান এনে দেন। ৪-২ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। খেলার শেষ মিনিটে আরও একটি গোল করে কফিনে শেষ পেরেক পুঁতে দেন বেলজিয়ামের ডহম্যান।
সোনাজয়ের স্বপ্নভঙ্গ হলেও এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে ভারতীয় হকি দলের। এর আগে মহিলাদের হকিতে সোমবার ইতিহাস গড়েছিলেন ভারতের মহিলারা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছিল ভারতের মহিলা হকি দল। সেই অস্ট্রেলিয়া, যারা সোনা জয়ের প্রধান দাবিদার ছিল এবং পুল এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। অগ্নিপরীক্ষার ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। অনেক চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি অস্ট্রেলিয়া।