Tokyo Olympics 2020: রিচার্লিসনের হ্যাটট্রিক, ১০ জনের জার্মানিকে ৪-২ উড়িয়ে দিল ব্রাজিল
Tokyo Olympics, Men's Football, Brazil vs Germany: ৬৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় জার্মানিকে।
টোকিও: সম্প্রতি কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্তিনার কাছে হেরে গিয়েছে ব্রাজিল। ইউরো কাপে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি জার্মানি। টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলের লড়াইয়ে জার্মানিকে টেক্কা দিল গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ৪-২ গোলে জয় পেল ব্রাজিল। হ্যাটট্রিক করলেন রিচার্লিসন। অপর গোলটি করেন পাওলিনহো। জার্মানির হয়ে ব্যবধান কমান নাদিয়েম আমিরি ও র্যাগনার অ্যাকে। ৬৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় জার্মানিকে।
এই ম্যাচে আধঘণ্টার মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন। তিনি সাত মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২২ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। ৩০ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। প্রথমার্ধে এই তিন গোলেই এগিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ম্যাথিউস কুনহা।
দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতি বদলে যায়। অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই লড়াই করে ম্যাচে ফেরে জার্মানি। ৫৭ মিনিটে জার্মানদের হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান আমিরি। এরপর ১০ জনে হয়ে গেলেও, লড়াই জারি রাখে জার্মানি। ৮৪ মিনিটে দ্বিতীয় গোল করেন অ্যাকে। ম্যাচের ফল ৩-২ হয়ে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল ব্রাজিল। তবে শেষপর্যন্ত খেলায় সমতা ফেরাতে পারেনি জার্মানি। উল্টে খেলার শেষদিকে ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন পাওলিনহো।
এর আগে এবারের অলিম্পিক্সে পুরুষদের ফুটবলের উদ্বোধনী ম্যাচে মিশরের সঙ্গে গোলশূন্য ড্র করে স্পেন। এবারের ইউরো কাপে সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হওয়া পেদ্রিকে দলে নিয়েও জয় পেল না স্পেন। ইউরো কাপে স্পেনের হয়ে যাঁরা খেলেন, তাঁদের মধ্যে পেদ্রি ছাড়াও অলিম্পিক্সের দলে আছেন মিকেল ওয়ায়জ্যাবাল, দানি অলমো, পাও তোরেস ও এরিক গার্সিয়া। কিন্তু তা সত্ত্বেও জয় পেল না স্পেন। মিশরের হয়ে দারুণ খেলেন আহমেদ হেগাজি।
অন্য ম্যাচে ফ্রান্সকে ৪-১ গোলে উড়িয়ে দিল মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে প্রথম জয় পেল নিউজিল্যান্ড।