(Source: ECI/ABP News/ABP Majha)
Tokyo Olympics 2020: অলিম্পিক্সে মনোনয়ন নিয়ে ভুল বুঝিয়েছে এআইটিএ, তোপ বোপান্নার, পাশে সানিয়া
AITA has mislead the players,government, media and everyone else by stating we still have a chance, claimed Rohan Bopanna. | অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে যোগ্যতা অর্জন করেছেন সুমিত নাগাল।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সের আগে ভারতীয় টেনিসে ফের বিতর্ক। এবারও বিতর্কের কেন্দ্রে রোহন বোপান্না। তিনি অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্ব নিয়ে সর্বভারতীয় টেনিস সংস্থার (এআইটিএ) বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছেন। অতীতের মতো এবারও তাঁর পাশে দাঁড়িয়েছেন সানিয়া মির্জা। পাল্টা এআইটিএ সচিব অনিল ধুপার কটাক্ষ করে বলেছেন, বোপান্না যদি এতই ভাল খেলোয়াড় হন, তাহলে তিনি সরাসরি কেন অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারলেন না? কেন তাঁকে অন্যদের নাম তুলে নেওয়ার উপর নির্ভর করতে হচ্ছে?
ভারত থেকে এবার টেনিস খেলোয়াড়দের মধ্যে টোকিওতে যাচ্ছেন সানিয়া ও সুমিত নাগাল। কয়েকজন খেলোয়াড় নাম প্রত্যাহার করায় পুরুষদের সিঙ্গলসে যোগ্যতা অর্জন করেছেন সুমিত। বোপান্নার দাবি, এআইটিএ তাঁর সঙ্গে সুমিতের জুটিকে অলিম্পিক্সে পাঠানোর কথা বললেও, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ২২ জুনের পর অসুস্থতা বা চোট ছাড়া নতুন করে কারও মনোনয়ন গ্রহণ না করার কথা জানিয়েছে। দ্বিজ শরণের মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে তাঁর সঙ্গে সুমিতের জুটিকে অলিম্পিক্সে পুরুষদের ডাবলসে পাঠানোর কথা বলা নিয়েও এআইটিএ-র উদ্দেশে তোপ দেগেছেন বোপান্না। তাঁর দাবি, এক্ষেত্রেও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন যা বলছে, তার উল্টো দাবি করছে এআইটিএ।
বোপান্নার ট্যুইট, ‘আইটিএফ কোনওদিনই আমার আর সুমিতের মনোনয়ন গ্রহণ করেনি। আইটিএফ স্পষ্ট করে দিয়েছিল, চোট বা অসুস্থতা ছাড়া ২২ জুনের পরে মনোনয়নের ক্ষেত্রে কোনও বদল করা হবে না। আমাদের এখনও অলিম্পিক্সে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, এ কথা বলে খেলোয়াড়দের, সরকারকে, সংবাদমাধ্যমকে, সবাইকে ভুল বুঝিয়েছে এআইটিএ।’
বোপান্নার এই ট্যুইট দেখে পাল্টা ট্যুইটে সানিয়া লিখেছেন, ‘কী? এটা যদি সত্যি হয়, তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমাদের বলা হয়েছিল, তোমার আর সুমিতের নাম পাঠানো হয়েছে। এর মানে আমরা মিক্সড ডাবলসে পদক জেতার সুযোগও হারালাম। পরিকল্পনা অনুযায়ী তুমি (বোপান্না) আর আমি যদি মিক্সড ডাবলসে খেলতাম, তাহলে পদক জেতার আশা থাকত।’
সোমবারই টোকিও চলে গিয়েছেন সানিয়া। তিনি এবার চতুর্থ অলিম্পিক্সে যোগ দিচ্ছেন। মহিলাদের ডাবলসে প্রথমবার অলিম্পিক্সে যোগ দিতে চলা অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে খেলবেন সানিয়া।