Natwest Trophy: লর্ডসে সৌরভের জার্সি ওড়ানোর ২০ বছর, ঐতিহাসিক সাফল্যকে স্মরণ বোর্ডেরও
Ind vs Eng: ১৩ জুলাই। ভারতের প্রত্যেক ক্রিকেটপ্রেমীর কাছে স্মরণীয় দিন। ২০ বছর আগে লর্ডসে (Lords) এক বাঙালির নেতৃত্বে এই দিনই যেন ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) নবজাগরণ ঘটেছিল।
কলকাতা: ১৩ জুলাই। ভারতের প্রত্যেক ক্রিকেটপ্রেমীর কাছে স্মরণীয় দিন। ২০ বছর আগে লর্ডসে (Lords) এক বাঙালির নেতৃত্বে এই দিনই যেন ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) নবজাগরণ ঘটেছিল।
ন্যাটওয়েস্ট ট্রফির (Natwest Trophy) ফাইনালে ইংল্যান্ডের ৩২৫/৫ স্কোর করে ভারত তখন পাল্টা লড়াই করছে। কিন্তু ম্যাচ রুদ্ধশ্বাস পরিস্থিতিতে। ম্যাচের শেষ ওভারে অ্যান্ড্রু ফ্লিন্টফের (Andrew Flintoff) তৃতীয় বলে জাহির খান (Zahir Khan) ২ রান নিতেই ব্যালকনিতে বেরিয়ে এলেন তিনি। উত্তেজনায় যেন থরথর করে কাঁপছেন। ডানহাতের হ্যাঁচকা টানে খুলে নিলেন আকাশি জার্সি। তারপর মাথার ওপর বনবন করে ঘোরাতে শুরু করলেন। সেই মুহূর্তে যেন ব্রিটিশ দর্পচূর্ণ হওয়ার সেরা বিজ্ঞাপন পেয়ে গেল বিশ্বক্রিকেট। যে দৃশ্য শুধু ভারতীয় ক্রিকেটে নয়, গোটা বিশ্বে অমর হয়ে রয়েছে।
২০০২ সালের ১৩ জুলাই, লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছিল ভারত (Team India)। আর জয়ের পরই ঐতিহ্যশালী লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে মাথার ওপর ঘুরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্বক্রিকেটে অধিনায়ক হিসাবে মহারাজের দাদাগিরিরও যেন সেই শুরু।
সম্প্রতি নিজের পঞ্চাশতম জন্মদিন লন্ডনেই উদযাপন করেন সৌরভ। জন্মদিনের আগের দিন ফের সেই ঐতিহাসিক ব্যালকনিতে ফিরে গিয়েছিলেন সৌরভ। ফের এক জুলাইয়ের বিকেলেই। সঙ্গে কিছু বন্ধুবান্ধব। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক।
2⃣0⃣ years of a special win! 👏 👏
— BCCI (@BCCI) July 13, 2022
🗓️ #OnThisDay in 2002, #TeamIndia - led by @SGanguly99 - beat England at Lord's to win the NatWest Series. 🏆 👍 pic.twitter.com/PabjeMeTFq
বুধবার লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্ণ হল। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিশেষ একটি ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ভাইরালও হয়।
আরও পড়ুন: ট্রেনের শৌচালয়ের পাশে কাগজ বিছিয়ে শুরু হয়েছিল এভারেস্ট জয়ের সফর