এক্সপ্লোর
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে উন্নতি দেখছেন ফিল সিমন্স
কিংস্টন: সাবাইনা পার্কে দ্বিতীয় দিনের খেলার পর দলের বোলারদের প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। দলকে তাঁর বার্তা, ভারতের বাকি উইকেট তুলে নেওয়ার পর ব্যাটসম্যানদের বড় রান তুলতে হবে, যাতে সিরিজে ফিরে আসা যায়।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় দল ৮৮ ওভারে মাত্র ২৩২ রান করেছে। সিমন্সের মতে, টেস্টে গোটা দিন খেলা হলে সাধারণত ২৭০ রান ওঠে। সেখানে ভারতকে অনেক কম রানে বেঁধে রাখতে পেরেছেন তাঁরা। বিশেষ করে যেদিন কেএল রাহুল শতরান করেছেন এবং অধিনায়ক বিরাট কোহলিও ভাল ব্যাটিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে অনেক উন্নতি হয়েছে। তৃতীয় দিন ভারতের বাকি উইকেটগুলি তুলে নিতে হবে। তারপর ব্যাটসম্যানদেরও ভাল খেলতে হবে। কারণ, বোলাররা নিজেদের দায়িত্ব পালন করেছে। এবার ব্যাটসম্যানদের পালা।
রাহুল শতরান করলেও, দ্বিতীয় দিন দ্রুত রান করতে পারেননি। তিনি বিপক্ষের বোলারদের প্রশংসা করে বলেছেন, ঠিকঠাক লাইন ও লেংথে বল আসায় রান করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সিমন্স বলেছেন, ভারতের সব ব্যাটসম্যানকে রান করতে না দেওয়া আউট করার জন্য তাঁদের আলাদা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা কাজে লেগেছে। গত ৬ মাস ধরে অনুশীলন করার বল বোলাররা সাফল্য পেয়েছেন।
ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি অবাক হয়েছেন। অশ্বিনের এই বক্তব্য মানতে নারাজ সিমন্স। তাঁর মতে, উইকেট কিছুটা ভিজে থাকলেও, ব্যাট করা কঠিন ছিল না। অশ্বিনের বলে যে কোনও উইকেটেই ব্যাট করা কঠিন। তবে তাঁরা পরেও টস জিতলে প্রথমে ব্যাটিংই করবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement