এক্সপ্লোর
অস্ট্রেলিয়াকে হারাতে হবে, হৃদয়-মনে এখন একটাই ভাবনা, বলছেন বিরাট
![অস্ট্রেলিয়াকে হারাতে হবে, হৃদয়-মনে এখন একটাই ভাবনা, বলছেন বিরাট Our Hearts And Minds Are Already On Australia Series Kohli অস্ট্রেলিয়াকে হারাতে হবে, হৃদয়-মনে এখন একটাই ভাবনা, বলছেন বিরাট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/13154835/166.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্ট শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আজ বাংলাদেশকে হারানোর পর বলেছেন, ‘আমাদের হৃদয় ও মন এখন অস্ট্রেলিয়া সিরিজে। এই মরসুমে এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটাই সেরা। সেই সিরিজে ৪-০ জয়ের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই পারফরম্যান্সই ধরে রাখতে চাই।’
হায়দরাবাদের পিচ বোলারদের সহায়ক ছিল না। তবে এই পিচে দু ইনিংসেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, উমেশ যাদবরা। বোলারদের এই পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক বলেছেন, ‘এই উইকেট ব্যাট করার পক্ষে ভাল ছিল। টসে জিতে প্রথমে ব্যাট করে বড় ইনিংস গড়া কাজে দিয়েছে। বাংলাদেশও প্রথম ইনিংসে ভাল ব্যাটিং করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজের আগে জয়ের অভ্যাস বজায় রাখাই আমাদের পরিকল্পনা ছিল। বোলাররাও ছন্দে আছে। ওরা বিপক্ষ ব্যাটসম্যানদের আউট করার উপায় খুঁজে বার করেছে। আমরা অতিরিক্ত উত্তেজিত হইনি। ইশান্ত অসাধারণ বল করেছে। দলে দু জন বিশ্বমানের স্পিনার থাকলে পেসারদের আক্রমণ করার কথা বলা যায়। পেসারদের সঙ্গে স্পিনারদের জুটিও সফল হয়েছে। উমেশও নিজেকে মেলে ধরেছে।’
নিজের ব্যাটিংয়েও খুশি বিরাট। তবে তিনি দলের সাফল্যে বেশি খুশি। বিশেষ করে বোলারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)