Jhulan Goswami News: বিশ্বসেরা বঙ্গললনা, ঝুলনের ঝুলিতে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট
Jhulan Goswami: ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ সালে ভারতের পেস বিভাগের অন্যতম কাণ্ডারী হিসেবে নিজেকে প্রমাণ করে এবারে তাঁর পঞ্চম ও সম্ভবত শেষ বিশ্বকাপের মঞ্চে অনন্য কীর্তি গড়ে ফেললেন ঝুলন।
হ্যামিলটন: বিশ্বকাপে (World Cup) ইতিহাস গড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ঝুলন গোস্বামীর মাথায় উঠল অনন্য এক মুকুট। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটধারী হলেন চাকদা এক্সপ্রেস। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) আনিসা মহম্মদকে সাজঘরে ফিরিয়ে ৪০টি উইকেট নিলেন ভারতের এই সিনিয়র পেসার । ভেঙে দিলেন ৩৪ বছরের পুরনো রেকর্ড। এতদিন যা ছিল ৩৯ উইকেট নেওয়া লিন ফুলস্টনের দখলে। তবে এবার তাঁকে টপকে এগিয়ে গেলেন বাংলার মেয়ে।
চলতি বিশ্বকাপে (World Cup) ভারতের জার্সিতে কেরিয়ারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন ঝুলন। ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ সালে ভারতের পেস বিভাগের অন্যতম কাণ্ডারী হিসেবে নিজেকে প্রমাণ করে এবারে তাঁর পঞ্চম ও সম্ভবত শেষ বিশ্বকাপের মঞ্চে অনন্য কীর্তি গড়ে ফেললেন ঝুলন। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়যাত্রাও বজায় রাখল ভারত।
View this post on Instagram
নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড করলেন তিনি।
অন্যদিকে মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে সবথেকে বেশি ম্যাচের রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। ভারতের অধিনায়ক হিসেবে ২৪ তম ম্যাচ খেললেন মিতালি। রেকর্ডের নিরিখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্ককে পিছনে ফেললেন তিনি।
শনিবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩১৭ রান করে ভারত। আর সেই সঙ্গে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানও তুলল দেশের মহিলা ক্রিকেট দল। উল্লেখ্য, আজ শনিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলে ফের একবার নজির গড়লেন স্মৃতি।
এ দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৯ রানের মাথায় ফিরে যান ওপেনার যস্তিকা ভাটিয়া, ২১ বলে ৩১ রান করেন তিনি। ওপেনিং এই জুটিতে ছয় ওভারে ৪৭ রান উঠে যায়। ক্যাপ্টেন মিতালি রাজ করেন মাত্র ৫ রান। দীপ্তি শর্মাও কোনও বড় রান পাননি। মাত্র ১৫ করে আউট হয়ে যান তিনি।
সবমিলিয়ে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারতীয় দল। তবে এর পরেও ব্যাটে ঝড় তুলে দলকে লড়াই-এর জায়গায় পৌঁছে দেয় স্মৃতি এবং হরমনপ্রীতের দুরন্ত পার্টনারশিপ। ১০৭ বলে ১০৯ রান করে ৪৯তম ওভারে আউট হন হরমনপ্রীত। দুটি ছয় এবং ১০টি চারে সাজানো ইনিংস তাঁর। এক দিনের ক্রিকেটে এটি তাঁর চতুর্থ শতরান। পাশাপাশি পঞ্চম শতরানের নজির স্মৃতির ঝুলিতে।