এক্সপ্লোর
তাসখন্দ চ্যালেঞ্জারের ফাইনালে হার লিয়েন্ডারের

তাসখন্দ: এ বছর এখনও পর্যন্ত এটিপি ওয়ার্ল্ড ট্যুর খেতাব অধরাই থেকে গেল লিয়েন্ডার পেজের। জার্মানির আন্দ্রে বেগেম্যানকে সঙ্গী করে তাসখন্দ চ্যালেঞ্জারের ফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারলেন না লি। স্থানীয় তারকা ডেনিস ইস্টোমিন ও রাশিয়ার মিখাইল এলজিনের কাছে স্ট্রেট সেটে হেরে গেল ইন্দো-জার্মান জুটি। লিয়েন্ডারদের বিপক্ষে খেলার ফল ৪-৬, ২-৬। তৃতীয় বাছাই লিয়েন্ডার ও বেগেম্যান হেরে গেলেও, ফাইনালে তাঁরা লড়াই করেন। তবে ভাগ্য সহায় না হওয়ায় তাঁদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়নি। রানার্স হয়ে ৪,৫০০ মার্কিন ডলার পুরস্কার এবং ৭৫ এটিপি পয়েন্ট পেয়েছেন লিয়েন্ডাররা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















