এক্সপ্লোর
ভারতীয় তরুণীকে বিয়ে করছেন পাক ফাস্ট বোলার হাসান আলি
এক ভারতীয় তরুণীকে বিয়ে করছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি। পরিবারের ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে এ খবর জানিয়েছে পাক সংবাদমাধ্যম। জানা গেছে, দুবাইয়ে এক ঘনিষ্ঠ বন্ধু মারফত হবু স্ত্রী শামিয়ার সঙ্গে আলাপ হয় হাসানের।

গুজরানওয়ালা: এক ভারতীয় তরুণীকে বিয়ে করছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি। পরিবারের ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে এ খবর জানিয়েছে পাক সংবাদমাধ্যম। জানা গেছে, দুবাইয়ে এক ঘনিষ্ঠ বন্ধু মারফত হবু স্ত্রী শামিয়ার সঙ্গে আলাপ হয় হাসানের। সূত্রের খবর, আগামী ২০ আগস্ট দুবাইতে নিকাহ অনুষ্ঠান হবে। আগামী বছর কোনও এক সময়ে হবে বিয়ে। ভারতে এক বেসরকারি বিমানপরিবহন সংস্থায় কর্মরত শামিয়া। তিনি ইংল্যান্ডে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। দুবাইতে বাবা-মায়ের সঙ্গে ও দিল্লিতে পরিবারের সঙ্গে থাকেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















