Pakistan Cricket Team: বিশ্বকাপে কোনও ম্যাচ খেলানো হয়নি, আচমকা অবসরের ঘোষণা পাক ক্রিকেটারের
Imad Wasim: বিশ্বকাপের দলে তিনি ছিলেন। কিন্তু কোনও ম্যাচে সুযোগ পাননি। পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তবু দরজা খোলেনি তাঁর
লাহৌর: বিশ্বকাপের দলে তিনি ছিলেন। কিন্তু কোনও ম্যাচে সুযোগ পাননি। পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তবু দরজা খোলেনি তাঁর। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই অবসরের খবর জানালেন পাক অলরাউন্ডার। দেশের জার্সিতে ৫৫টি একদিনের ম্যাচ ও ৬৬টি টি-২০ ম্যাচ খেলছেন এই বাঁহাতি স্পিনার। চলতি বছরের এপ্রিলে শেষবার একটি টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে খেলেন তিনি।
এক বিবৃতিতে ইমাদ বলেছেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’
ইমাদ যোগ করেছেন, ‘ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রতিটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন অপেক্ষা করে রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা, দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।’
৩৪ বছরের ইমাদ পাকিস্তানের হয়ে ২০০৬-তে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতেন। পরের বছর তাঁর দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ২০১৫-য় জাতীয় দলের হয়ে টি-২০তে অভিষেক হয় তাঁর। লাহৌরের সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল জিম্বাবোয়ে। ২০১৬-য় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক টিমে ছিলেন ইমাদ। ২০১৯-এ শোয়েব মালিক চোটের জন্য ছিটকে গেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু'টি একদিনের আন্তর্জাতিকে অধিনায়কত্ব করেন তিনি। দু'টি খেলাই হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে।
— Imad Wasim (@simadwasim) November 24, 2023
বর্তমানে পিএসএলে করাচি কিংসের হয়ে খেলেন ইমাদ। ইংলিশ কাউন্টিতেও নিয়মিত খেলতে দেখা যায় তাঁকে। ইমাদের জন্ম ইংল্যান্ডের ওয়েলসে। সেখানকার বিভিন্ন দলে খেলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হবেন কি না তা অবশ্য স্পষ্ট করেননি ইমাদ। বিদায় বেলার পোস্টে পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।