এক্সপ্লোর
Advertisement
সীমান্তে উত্তেজনা, ভারতে ২০১৬-র কবাডি বিশ্বকাপের বাইরে পাকিস্তান
নয়াদিল্লি: উরি হামলা, পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে টানটান উত্তেজনা, বাদ-বিবাদের ছায়া আমদাবাদে হতে চলা ১২ দেশের কবাডি বিশ্বকাপ প্রতিযোগিতায়। ভারত-পাক চলতি সংঘাতের জেরে শেষ পর্যন্ত পাকিস্তানকে প্রতিযোগিতার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে। ৯ বছর আগে শেষবার হওয়া কবাডি বিশ্বকাপে ভারতের পাশাপাশি পাকিস্তানও অন্যতম আকর্ষণ। কিন্তু দু সপ্তাহ মেয়াদের প্রতিযোগিতায় থাকছে না তারা।
আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের প্রধান, ভারতের দেওরাজ চতুর্বেদী জানিয়েছেন, দুই পরমাণু অস্ত্রধর প্রতিবেশীর সম্পর্কে সাম্প্রতিক চাপানউতোরের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত। তিনি বলেছেন, পাকিস্তান আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের গুরুত্বপূর্ণ সদস্য বটে, কিন্তু চলতি পরিস্থিতি ও দু দেশের মঙ্গলের কথা মাথায় রেখেই ঠিক হয়েছে, পাকিস্তানকে চ্যাম্পিয়নশিপের বাইরে রাখা হবে। পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া, দেওয়া নেওয়ার সঠিক সময় নয় এটা।
প্রত্যাশিত ভাবেই এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান নিশানা করেছে আন্তর্জাতিক কবাডি ফেডারেশনকে। তাদের প্রতি অন্যায় করা হচ্ছে বলে দাবি করে প্রতিবেশী দেশটির বক্তব্য, নিরাপত্তার ইস্যু হলে তো দু দেশকেই প্রতিযোগিতার বাইরে রাখা উচিত ছিল। পাক কবাডি ফেডারেশনের সচিব রানা মহম্মদ সারওয়ার বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা বৈঠক ডেকেছি, তবে এটা বলে রাখা ভাল, পাকিস্তানকে বাদ দিয়ে কবাডি বিশ্বকাপ বিশ্বকাপই নয়! ব্রাজিলকে বাইরে রেখে ফুটবল বিশ্বকাপ হলে যা হবে, এও সেরকম।
গত মে মাসে পাকিস্তানে ৬ দেশের কবাডি কাপে, গত মাসে ভিয়েতনামে এশিয়ান বিচ গেমসে ভারতকে হারানোর নজির দেখিয়ে পাক অধিনায়ক নাসির আলি তাঁর দলের খেলোয়াড়রা এবার সেরার শিরোপা ছিনিয়ে নিতে পারত, তারাই ফেভারিট বলে দাবি করেন। বলেন, এবার ভারতকে ভারতের মাটিতে হারানোর জন্য তৈরি ছিলাম। কিন্তু ক্রীড়ানুরাগীরা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করা থেকে বঞ্চিত হলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement