Afghanistan-Pakistan series : 'কাবুল থেকে বিমান পরিষবা বিঘ্নিত', আফগানিস্তান-পাকিস্তান একদিনের সিরিজ স্থগিত
আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের একদিনের সিরিজ স্থগিত রাখল পাকিস্তান।
লাহোর : তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে চরম অরাজকতা শুরু হয়েছে সে দেশে। কাবুল বিমানবন্দর থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের উদ্ধার করছে। স্বাভাবিক উড়ান পরিষেবা কার্যত ব্যাহত। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের একদিনের সিরিজ স্থগিত রাখল পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি-র তরফে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেটের অ্যাপেক্স বডি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড পরের মাসের জন্য নির্ধারিত তিন ম্যাচের একদিনের সিরিজ স্থগিত রাখার বিষয়ে সহমত পোষণ করেছে। আগামী ১ থেকে ৮ সেপ্টেম্বর এই সিরিজ হওয়ার কথা ছিল। তা আগামী বছর আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিসিবি-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এসিবি। কাবুল থেকে বিমান পরিষেবায় ব্যাঘাত, খেলোয়াড়দের মানসিক অবস্থা এবং সম্প্রচার সামগ্রীর অভাবের কারণে সিরিজ স্থগিত রাখার অনুরোধ করে তারা।
পিসিবি-র অধিকর্তা জাকির খান বলেন, এই সিরিজটি করার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আমরা ওদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভীষণভাবে আগ্রহী ছিলাম। কিন্তু, এখন ওদের চ্যালেঞ্জটা আমরা বুঝতে পারছি। তাই এই সিরিজ পুনরায় ২০২২ সালে সূচির জন্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে রবিবার আজিজুল্লা ফজলিকে পুনরায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান নিযুক্ত করা হয়। তালিবানের আফগানিস্তানে ক্ষমতা দখল এবং আশরফ ঘনি সরকারের পতনের পর পরই পুনরায় নিযুক্ত হলেন আজিজুল্লা।
উল্লেখ্য, আফগানিস্তান ক্রিকেটকে কোনওরকম সমস্যায় পড়তে হবে না, বরং সবরকম সমর্থন করা হবে বলে আশ্বাস দিয়েছে তালিবানরা। রবিবার আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তালিবানরা দেখা করেছিল বলে সূত্রের খবর। সেই বৈঠকে ছিলেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হাসমাদুল্লাহ শাহিদি ও প্রাক্তন নির্বাচক আসাদুল্লা ও নুর আলি জর্দান। বৈঠকে তালিবানদের অন্যতম মুখপাত্র আনাস হাক্কানি দাবি করে যে, রশিদ খান, মহম্মদ নবিদের ক্রিকেট খেলতে কোনও সমস্যা হবে না।