এক্সপ্লোর
Advertisement
আসন্ন ইংল্যান্ড সফরে শেহজাদ, উমর আকমলকে বাদ দিল পাকিস্তান
করাচি: ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের সম্ভাব্য দল থেকে বাদ দেওয়া হল ওপেনার শেহজাদ আহমেদ ও উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমলকে। দলে নেই টি-২০ দলের সদ্য প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও।
আজ ৩৫ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন পিসিবি-র নির্বাচক কমিটির নতুন প্রধান প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেছেন, শৃঙ্খলাভঙ্গ এবং খারাপ ফর্মের জন্যই শেহজাদ ও আকমলকে বাদ দেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরে একটিমাত্র টি-২০ ম্যাচ থাকায় আফ্রিদিকে দলে নেওয়া হচ্ছে না। চোট সারিয়ে ফিট হলে মহম্মদ হাফিজ দলে থাকতে পারেন।
জুন মাসের শেষদিকে ইংল্যান্ড সফর শুরু করবে পাকিস্তান। এই সফরে চারটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগে অ্যাবোটাবাদে প্রস্তুতি শিবির হবে। শিবিরে যে ৩৫ জনকে ডাকা হয়েছে তাঁদের মধ্যে থেকেই চূড়ান্ত দল গঠন করা হবে।
পাকিস্তানের পদত্যাগী কোচ ওয়াকার ইউনিস তাঁর রিপোর্টে আফ্রিদি, শেহজাদ ও আকমলের কড়া সমালোচনা করেছিলেন। এরপরেই তাঁদের বাদ পড়া তাৎপর্যপূর্ণ। ইনজমাম বলছেন, তাঁরা শৃঙ্খলার সঙ্গে আপস করবেন না। যদিও সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছেড়ে চলে যাওয়া ইউনিস খানকে দলে নেওয়া হয়েছে। ইনজামামের দাবি, ইউনিসের বিষয়টি তাঁদের এক্তিয়ারের বাইরে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement