IND vs PAK: সুলতান অফ জহর কাপে ভারতের বিরুদ্ধে ম্য়াচে নামার আগে কড়া বার্তা পাক হকি ফেডারেশনের
Pakistan Hockey Federation: পহেলগাঁও জঙ্গি হামলা ও এরপর অপারেশন সিঁদুর এরপর ভারতীয় ক্রিকেটাররা গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনবার মুখােমুখি হয়েছিল।

মালয়েশিয়া: আগামী মঙ্গলবার ১৩ অক্টোবর সুলতান অফ জহর কাপে (Sultan Of Johor Cup) ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। সেই ম্য়াচের আগে পাকিস্তান হকি ফেডারেশনের তরফে দলকে কড়া বার্তা দিয়ে দেওয়া হল। ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কোনওরকম সৌহার্দ্যমূলক কার্যকলাপ করা হবে না, এমনটাই জানানো হয়েছে পাকিস্তান হকি ফেডারেশনের তরফে।
পহেলগাঁও জঙ্গি হামলা ও এরপর অপারেশন সিঁদুর এরপর ভারতীয় ক্রিকেটাররা গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনবার মুখােমুখি হয়েছিল।কিন্তু তিনবারই পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এমনকী ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টসের সময় একবারও কথা বলেননি পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে। এশিয়া কাপ জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেয়নি ভারতীয় দল। এবার তেমনই পথে হাঁটতে চলেছে পাকিস্তান হকি ফেডারেশন।
পাকিস্তান হকি ফেডারেশনের সিনিয়র এক কর্তা জানিয়েছেন, ''আমাদের প্লেয়ারদের জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় প্লেয়াররা যদি ম্য়াচের আগে ও পরে কোনওভাবে হাত না মেলাতে চায়, তাহলে তা নিয়ে কিছু ভাবতে না। জাস্ট সরে যেতে।'' টুর্নামেন্টে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৭-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। কিন্তু গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হারতে হয় তাদের।
২২ গজের লড়াইয়ে ফলাফল যেমনই হোক না কেন, দুই দেশের মধ্যেকার ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচকে অনন্য করে তোলে। অবশ্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়া কাপের আগে বারংবার ভারত ও পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, অরাজনৈতিক প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ হয়েছিল। সেইসব উপেক্ষা করে ম্যাচ অবশ্য হয়েছিল।
ভারতের পুরুষ ক্রিকেট দল এশিয়া কাপে তিনটি ম্য়াচ জিতেছিল। ফাইনাল নিয়ে তিনটি ম্য়াচ জিতেছিল ভারত। এরপর মহিলা ওয়ান ডে বিশ্বকাপে হরমনপ্রীতরাও জয় ছিনিয়ে নেয়। পাকিস্তান দলের বিরুদ্ধে ভারতীয় মেয়েদের এই জয়কে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 'নিখুঁত আক্রমণ' বলে সম্বোধন করেন। এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, 'নিখুঁত আক্রমণ। আইসিসি মহিলা বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা ক্রিকেট দল ভারতের ক্রিকেট শক্তির এক অসাধারণ প্রদর্শনী করেছে। গোটা দেশ আমাদের দলের জন্য গর্বিত। তোমাদের আসন্ন ম্যাচগুলির জন্যও অনেক শুভকামনা রইল।' এবার হকির লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্য়াচে কোন দল শেষ হাসি হাসে, তা এখন দেখার।






















