AUS vs PAK: বাবরের পরিবর্তে অধিনায়ক হয়েই ডাবল সেঞ্চুরি মাসুদের, অস্ট্রেলিয়ায় স্বস্তিতে পাক শিবির
Shaan Masood: বিশ্বকাপের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দেশে ফিরেই সব ফর্ম্যাটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়েন বাবর আজ়ম। তারপরই পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় শান মাসুদের নাম।
ক্যানবেরা: সদ্য বাবর আজ়মের (Babar Azam) স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বিশ্বকাপের (ODI World Cup) ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দেশে ফিরেই সব ফর্ম্যাটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়েন বাবর আজ়ম। তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় শান মাসুদের (Shaan Masood) নাম। দায়িত্ব পেয়েই বোর্ড তথা নির্বাচকদের আস্থার মর্যাদা রাখলেন মাসুদ। অস্ট্রেলিয়া (AUS vs PAK) সফরে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন পাক অধিনায়ক। করলেন ডাবল সেঞ্চুরি।
অস্ট্রেলিয়া সফরে পা দিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন শান মাসুদ। তিনি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। ট্যুর ম্যাচ হলেও এটিকে ফার্স্ট ক্লাস ম্যাচের স্ট্যাটাস দেওয়া হয়েছে। তাই মাসুদের প্রথম শ্রেণীর কেরিয়ারে যোগ হবে এই ডাবল সেঞ্চুরি।
ক্যানবেরায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৬ উইকেটে ৩২৪ রান তুলে। মাসুদ প্রথম দিনেই সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত ছিলেন ১৫৬ রান করে। দ্বিতীয় দিনে তারপর থেকে খেলা শুরু করে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার দেয় ৯ উইকেটে ৩৯১ রান তুলে। শান মাসুদ ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন।
বাবর আজ়ম সেট হয়েও আউট হয়ে বসেন। তিনি প্রথম ইনিংসে ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন। এছাড়া পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে আবদুল্লা শফিক ৩৮, ইমাম উল হক ৯, সউদ শাকিল ১৩, সরফরাজ আমেদ ৪১, ফহিম আশরাফ ১৭, আমের জামাল ৫, মীর হামজা ৮ ও খুররাম শেহজাদ ৬ রান করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে ৮০ রানে ৫ উইকেট নেন জর্ডন বাকিংহ্যাম। ১টি করে উইকেট নেন মার্ক স্টেকেটি, ন্যাথন ম্যাক্যান্ড্রু ও টড মার্ফি।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। ক্যামেরন ব্যানক্রফট ৫৩ ও মার্কাস হ্যারিস ৪৯ রান করে আউট হন। ম্যাট রেনশ ১৮ ও ক্যামেরন গ্রিন ১৯ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন খুররাম শেহজাদ ও আবরার আমেদ।
আরও পড়ুন: লাল কার্ড ফেরান্দোকে, নাটকীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।