এক্সপ্লোর
Advertisement
প্রো কবাডি লিগে পাক খেলোয়াড়দের খেলতে দেওয়া হবে না, ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
নয়াদিল্লি: পাকিস্তান যতদিন না সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন প্রো কবাডি লিগে সে দেশের কোনও খেলোয়াড়কে যোগ দিতে দেওয়া হবে না। আজ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল এই ঘোষণা করেছে। তিনি বলেছেন, ‘প্রো কবাডি লিগের আয়োজকরা পাকিস্তানি খেলোয়াড়দের দলে নিতে পারেন। কিন্তু তাঁদের খেলানো যাবে না। পাকিস্তানি খেলোয়াড়রা যদি নির্বাচিত হন, তাঁদের খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে ভারত সরকারই সিদ্ধান্ত নেবে। পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন পাকিস্তানের সঙ্গে খেলা অসম্ভব।’
২৫ জুন থেকে শুরু হচ্ছে প্রো কবাডি লিগের পঞ্চম মরসুমের খেলা। তার আগে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করবে দলগুলি। কয়েকজন পাক খেলোয়াড়কে দল নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রীর এই বক্তব্যের পর প্রো কবাডি লিগে পাক খেলোয়াড়দের নেওয়া হবে না বলেই মনে করছেন আয়োজকরা।
সন্ত্রাস, সীমান্তে পাক জওয়ানদের ‘বর্বরতা’, কাশ্মীরের অশান্ত পরিস্থিতি, কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভারত-পাক সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত। খেলার মাঠেও তার প্রভাব পড়েছে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করেছে ভারত। এবার কবাডিতেও পাক খেলোয়াড়দের নিষিদ্ধ করা হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement