এক্সপ্লোর
Advertisement
ম্যাচ গড়াপেটায় জড়িতদের আজীবন নির্বাসন চান মহম্মদ আমির!
লাহোর: স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন। জেলেও যেতে হয়েছিল। সেই মহম্মদ আমিরই এবার ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ক্রিকেটারদের আজীবন নির্বাসনের পক্ষে সওয়াল করলেন।
সম্প্রতি ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক ক্রিকেটের স্বার্থে গড়াপেটার সঙ্গে জড়িতদের সারা জীবনের জন্য নির্বাসিত করা উচিত বলে মন্তব্য করেছেন। তাঁর সেই দাবিকেই সমর্থন করেছেন আমির। কিছুদিন আগেও ‘কুখ্যাত’ তকমা পাওয়া পাক পেসার বলেছেন, এখনও যদি গড়াপেটা হয়, তাহলে সতর্ক হতে হবে। গড়াপেটার সঙ্গে জড়িতদের আজীবন নির্বাসনের দাবিকে তিনি পূর্ণ সমর্থন করেন।
২০১০-এ লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো বল’ করে নির্বাসিত হন আমির। ৬ বছর পর নির্বাসন কাটিয়ে সেই লর্ডসেই টেস্ট ক্রিকেটে ফিরছেন এই বাঁ হাতি পেসার। তিনি বলছেন, অতীত ভোলেননি। তবে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়ে অতীতকে ঢেকে দিতে পারে, সেই চেষ্টাই করবেন। লর্ডসেই টেস্টে প্রত্যাবর্তনকে কাকতালীয় বলে বর্ণনা করেছেন আমির। তিনি আরও বলছেন, ফের টেস্ট খেলার সুযোগ পাবেন, এটা ভাবতেই পারেননি। নিজেকে এর জন্য ভাগ্যবান মনে করছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement