এক্সপ্লোর
Advertisement
ফের মহম্মদ হাফিজের বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ
দুবাই: পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজের বিরুদ্ধে ফের সন্দেহজনক বোলিং করার অভিযোগ উঠল। আবুধাবিতে পাকিস্তান-শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচে হাফিজের বল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের হাতে হাফিজের বোলিং নিয়ে আম্পায়ারদের রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। আইসিসি-র বিশেষজ্ঞরা ১৪ দিনের মধ্যে হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করবেন। এই সময়ের মধ্যে তিনি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন।
এর আগে দু’বার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড হন হাফিজ। ২০১৪ সালের ডিসেম্বরে প্রথমবার সাসপেন্ড হন তিনি। পরে নিরপেক্ষ পরীক্ষায় বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষিত হওয়ার পর ২০১৫ সালের এপ্রিলে তাঁকে ফের বোলিং করার অনুমতি দেয় আইসিসি। কিন্তু দু’মাস পরেই ফের অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালের জুলাইয়ে ১২ মাসের জন্য সাসপেন্ড করা হয় হাফিজকে। গত বছরের নভেম্বরে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং অ্যাকশন সংশোধনের পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পান এই অফস্পিনার। কিন্তু আবারও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে গেল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement