তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হার্দিক-রাহুলকে সাসপেন্ড করল বিসিসিআই, ফের করা হচ্ছে শো-কজ
নয়াদিল্লি: টেলিভিশন শোয়ে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে আরও বিপাকে পড়লেন হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুল। তাঁদের নতুন করে শো কজ করতে চলেছে ভারতীয় বোর্ড। হার্দিক-রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাসিত থাকবেন দুই ক্রিকেটার। ফলে, শনিবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দুই তারকা।
বোর্ডের প্রশাসকদের কমিটির (সিওএ) প্রধান বিনোদ রাই বলেছেন, 'তদন্ত যতদিন না শেষ হচ্ছে, হার্দিক ও রাহুল দুজনই নির্বাসিত থাকবেন।' বোর্ডের একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্তের জন্য কোনও অ্যাড হক ওম্বাডসম্যান নিয়োগ করা হবে নাকি বোর্ডেরই কোনও অন্তর্বর্তী কমিটি তদন্ত করবে, সেটা এখনও চূড়ান্ত নয়। দুই তারকাকে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে রাখা হবে না কি দেশে ফেরত পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নেবে বিরাট কোহলিদের টিম ম্যানেজমেন্ট।
দুজনের বিকল্প হিসাবে উঠে আসছে ঋষভ পন্থ ও মণীশ পাণ্ডের নাম। টেস্ট সিরিজে দুরন্ত খেলা ঋষভকে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ফের তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। জানা গিয়েছে, সিওএ-র অন্যতম সদস্য ডায়ানা এডুলজি দুই তারকাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাসিত করার সুপারিশ করেছিলেন। কোহলি আগেই জানিয়েছেন, কর্ণ জোহরের শো-তে গিয়ে তাঁর দুই সতীর্থের করা মন্তব্যকে ভারতীয় দল সমর্থন করে না।