এক্সপ্লোর
Advertisement
টি-২০ ম্যাচে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান ঋষভ পন্থের
নয়াদিল্লি: সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতায় রেকর্ড গড়লেন দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। অধিনায়কত্ব হারানোর এক সপ্তাহ পরেই হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি ৩২ বলে শতরান করলেন। তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদে ১০ উইকেটে জয় পেল দিল্লি।
ঋষভই ভারতীয়দের মধ্যে টি-২০ ম্যাচে দ্রুততম শতরান করলেন। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার। তিনি গত মাসে ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন। তাঁকে টপকে গেলেন ঋষভ। সারা বিশ্বে টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের তালিকায় এখন দ্বিতীয় স্থানে দিল্লির এই ব্যাটসম্যান। তাঁর আগে আছেন শুধু ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেন গেইল। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি।
আজ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে ১৪৪ রান করে হিমাচল প্রদেশ। জবাবে ১১.৪ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। ঋষভ ১১৬ রানে এবং গৌতম গম্ভীর ৩০ রানে অপরাজিত থাকেন। ঋষভের ইনিংসে ছিল ১২টি ছক্কা ও আটটি বাউন্ডারি। অন্য প্রান্তে গম্ভীর কার্যত দর্শকের ভূমিকা পালন করলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement