এক্সপ্লোর
ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়

নয়াদিল্লি: অদূর ভবিষ্যতেই ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন ঋষভ পন্থ। এমনই ভবিষ্যৎবাণী করলেন রাহুল দ্রাবিড়। বাবা মারা যাওয়ার পরেও এবারের আইপিএল-এ যেভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ, তাতে তাঁর মধ্যে সম্ভাবনা দেখছেন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘ঋষভ এ বছর ধারাবাহিকভাবে খুব ভাল খেলেছে। ও আইপিএল শুরু হওয়ার ঠিক আগে বাবাকে হারিয়েছে। কিন্তু ব্যক্তিগত শোক উপেক্ষা করে কয়েকটি অসাধারণ ইনিংস উপহার দিয়েছে। এতে ওর মানসিক শক্তির পরিচয় পাওয়া গিয়েছে। আমি নিশ্চিত, ভবিষ্যতে ও ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।’ এবারের আইপিএল-এ ষষ্ঠ স্থানে শেষ করেছে দিল্লি। এই ফলে হতাশ দ্রাবিড়। তাঁর মতে, প্লে-অফের যোগ্যতা অর্জন করতে গেলে অন্তত আটটি ম্যাচ জেতা দরকার ছিল। কিন্তু দিল্লি সাতটি ম্যাচে জয় পেয়েছে। চোট-আঘাতের জন্য তাঁরা কুইন্টন ডি কক, জেপি দুমিনির মতো কয়েকজন খেলোয়াড়কে পাননি। তবে তা সত্ত্বেও তাঁদের প্লে-অফের যোগ্যতা অর্জন করা উচিত ছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















