Paris Olympics 2024: গেমস ভিলেজ ছেড়ে বেরিয়ে গেলেন অ্যাথলিটরা, প্যারিস অলিম্পিক্সে চূড়ান্ত অব্যবস্থা!
Paris Olympics Games Village: প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার পর থেকেই গেমস ভিলেজের কক্ষগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রীড়াবিদরা। রুমগুলো এতটাই ছোট তা নিয়েও প্রশ্ন উঠছিল।
প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) গেমস ভিলেজ ছেড়ে বেরিয়ে গেলেন বেশ কয়েকজন অ্যাথলিট। টুর্নামেন্টের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু এরমধ্যেই হাজারো ইস্যু নিয়ে প্যারিস অলিম্পিক্সে বিতর্ক জন্ম নিয়েছে। শ্যেন নদীতে অলিম্পিক্সের ব্যবস্থাপনা থেকে শুরু করে অ্য়াথলিটদের গেমস ভিলেজে বিছানা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার ভিলেজে বাথরুমের অসুবিধের কারণে আমেরিকান ক্রীড়াবিদরা প্যারিস অলিম্পিক ভিলেজ ছেড়ে এখন একটি হোটেলে উঠেছেন। এই খবরের নিশ্চয়তা দিয়েছেন আমেরিকার টেনিস তারকা কোকো গফ।
প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার পর থেকেই গেমস ভিলেজের কক্ষগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রীড়াবিদরা। রুমগুলো এতটাই ছোট তা নিয়েও প্রশ্ন উঠছিল। কোকো গফ তাঁর সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে নিজের গেমস ভিলেজের ছবির ক্লিপ পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাঁদের গেমস ভিলেজে ১০ জন অ্যাথলিট একসঙ্গে থাকতেন, কিন্তু সেখানে দুটো বাথরুম ছিল মাত্র। কোকো জানিয়েছেন,''আমেরিকার টেনিস দলের সব মেয়েরাই গেমস ভিলেজ ছেড়ে হোটেলে এসে উঠেছে। ভিলেজে ৫জন মেয়ে রয়েছে মাত্র। দুটো বাথরুম রয়েছে শুধু।'' এদিকে, অলিম্পিক্স কমিটির তরফে জানানাে হয়েছিল, ''এবারের ভিলেজের রুমগুলো ছোট হলেও পরিবেশের কথা মাথায় রাখা হয়েছিল।'' তবে অলিম্পিক্সের আসরে এভাবে গেমস ভিলেজ ছেড়ে অ্য়াথলিটদের বেরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিশাল।
উল্লেখ্য, দুদিন আগেই প্য়ারিসে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছিল। অলিম্পিক্স ভেন্যুর সামনে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেছিলেন কিছ নিরাপত্তারক্ষী। এরপরই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। সেন্ট ডেনিসের পোর্তে দে প্যারিস স্টেশনের চারপাশে এলাকা ঘিরে রাখা হয়েছিল। কারণ সেখানেই সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়। এই স্টেশনটি স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামের নিকটবর্তী স্থানে অবস্থিত। আর এই স্টেডিয়ামেই অলিম্পিক্সের খেলাও অনুষ্ঠিত হচ্ছে। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বম্ব অ্যালার্ট ঘোষণা হওয়ার পরই স্টেডিয়ামটি পুরো ফাঁকা করে দেওয়া হয়। গতকাল দুপুর ১ টার সময় খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ৫.৩০ থেকে ফের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা শুরু করা সম্ভব হয়নি। কারণ কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অলিম্পিক্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্রথম ২ রাউন্ডে এগিয়ে থেকেও বিশ্বের ২ নম্বর বক্সারের কাছে হার, পদক স্বপ্ন শেষ নিশান্তের