Hockey India: ফোনে শুভেচ্ছা শ্রীজেশদের, হরমনপ্রীতকে 'সরপঞ্জ' বলেই সম্বোধন করলেন প্রধানমন্ত্রী
Paris Olympics 2024: ভারতীয় হকি দলকেও নিজে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহকে নিজেই 'সরপঞ্জ' বলেই সম্বোধন করলেন।
প্যারিস: বরাবরই ভারতের ক্রীড়াবিদদের উৎসাহ দিয়ে এসেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেট দল যখন দেশে ফিরেছিল, তখন পুরো দলকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। মনু ভাকের প্যারিসে শ্যুটিংয়ে পদক জয়ের পর তাঁকেও ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার ভারতীয় হকি দলকেও নিজে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহকে নিজেই 'সরপঞ্জ' বলেই সম্বোধন করলেন। নিজের শেষ হকি ম্য়াচ খেলতে নামা পি আর শ্রীজেশকেও শুভেচ্ছা জানালেন আগামী জীবনের জন্য।
এদিন ম্য়াচের পর ভারতীয় হকি দল যখন ড্রেসিংরুমে ফিরে এসেছিলেন, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন আসে। সেখানেই হরমনপ্রীতকে প্রথমেই সরপঞ্চ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে তিনি বলেন, ''হরমনপ্রীত আপনাকে ও আপনার পুরো টিমকে অনেক অভিনন্দন। হকিতে ব্রোঞ্জ জিতে ভারতকে গৌরবের মুহূর্ত উপহার দিয়েছেন। আমি আপনাকে ও আপনার টিমকে বলেছিলাম যে টোকিওতে আপনারা পরাজয়ের সিরিজ ভেঙে দিয়েছেন। ছেলেরা অনেক উন্নতি করেছে। আমি আশাবাদী হকিতে আরও অনেক গৌরব আপনি ও আপনার দল নিয়ে আসবে দেশের জন্য।''
এরপরই শ্রীজেশকে প্রধানমন্ত্রী বলেন, ''আপনি কেমন আছেন শ্রীজেশ ভাই। কিন্তু আপনাকে নতুন একটি দল তৈরি করতে হবে। আমি আজ একটি কথা বলতে চাই, ব্রিটেনের বিরুদ্ধে ১০ জন খেলোয়াড় হওয়ার পরেও, আপনার সেই লড়াই, আমি মনে করি যে, হকি বোঝে এমন প্রতিটি মানুষ এটা সব সময়ে মনে রাখবে। এটি একটি উদাহরণ হয়ে থাকবে। জার্মানির বিরুদ্ধে হেরে গিয়েছিলেন আপনারা। হারার পর আত্মবিশ্বাস কমে যায়, কিন্তু আপনারা ২৪ ঘন্টার মধ্যে মানসিক ভাবে উজ্জীবিত হয়ে আবার লড়াইয়ে ফিরেছন। দেশ খুব গর্বিত বোধ করছে আপনাদের জন্য।''