Vinesh Phogat: ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য বাতিল বিনেশ! বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছেন স্বরা, হুমা
Paris Olympics 2024: তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারান। গেমস ভিলেজে হাসপাতালসে ভর্তি করতে হয় বিনেশকে। নিয়ম হচ্ছে, একবারই ওজন মাপার মেশিনে দাঁড়াতে পারেন কুস্তিগীররা।
প্যারিস: স্বপ্ন কতরকমভাবে ভাঙে একজনের। এই স্বপ্ন তো একজনের নয়। পুরো ১৪০ কোটি দেশ চমকে গিয়েছেন বুধবার সকালে একটি খবর পাওযার পর কুস্তির ৫০ কেজি বিভাগে ফাইনালে ওঠার পরও অলিম্পিক্সের মঞ্চ থেকে বাতিল হয়ে গেলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। বুধবার ওজন মাপার সময় দেখা যায় যে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ভারতীয় মহিলা কুস্তিগীরের (Womens Wrestler)। তাতেই বাতিল হন বিনেশ। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন গেমস ভিলেজে হাসপাতালসে ভর্তি করতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগীরকে। নিয়ম হচ্ছে, একবারই ওজন মাপার মেশিনে দাঁড়াতে পারেন কুস্তিগীররা। সেখানে ওজনের সামান্যতম হেরফের মানেই বাতিল হয়ে পড়া। কিন্তু এই ১০০ গ্রাম ওজন বেশির তথ্যকেই বিশ্বাস করতে পারছেন না বলিউডের ২ অভিনেত্রী স্বরা ভাস্কর ও হুমা কুরেশি।
বিনেশের অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার ঘটনা ও ১০০ গ্রাম ওজন বেশির খবর শোনা পর কোথাও না কোথাও ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন ২ বলি অভিনেত্রী। স্বরা নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখেছেন, ''কে বিশ্বাস করবে এই ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার খবরটি?''
Who believes this 100grams over weight story??? 💔
— Swara Bhasker (@ReallySwara) August 7, 2024
বুধবার রাতে ছিল ফাইনাল। গোটা দেশ স্বপ্ন দেখছিল, সোনা জিতবেন বিনেশ। গড়বেন ইতিহাস। কিন্তু বুধবার দুপুরে দুঃসংবাদ আছড়ে পড়ল। ওজন বেড়ে যাওয়ায় বিনেশকে বাতিল করা হল অলিম্পিক্স থেকে। রুপো দূরের কথা, কোনও পদকই পাবেন না বিনেশ! বলি অভিনেত্রী হুমা কুরেশি নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ''দয়া করে কেউ আমাকে জানান যে কোনওভাবে যেন বিনেশকে খেলার সুযোগ দেওয়া হয়।''
Please tell me something can be done 🙈 They have to let her fight 🇮🇳 @Phogat_Vinesh @Olympics @OGQ_India @IndianOlympians
— Huma Qureshi (@humasqureshi) August 7, 2024
মঙ্গলবার রাতেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে। কারণ, দেখা যায় ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছে বিনেশের। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ওজন কমানোর যুদ্ধ। সারারাত ধরে শরীরচর্চা করেন বিনেশ। কী ছিল না সেই কসরতের রুটিনে? সাইক্লিং, জগিং, স্কিপিং। সারারাত ধরে কড়া অনুশীলন করেন। ওজন কমাতে মাথার চুল কেটে ফেলা হয়। এমনকী, সিরিঞ্জে করে রক্ত টেনে বার করেও ওজন কমানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি কোনও কোনও সূত্রে। তাতেও মোক্ষলাভ হয়নি। খালি হাতেই প্যারিস থেকে ফিরতে হচ্ছে বিনেশকে। স্বপ্নভঙ্গের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে গোটা দেশের কোটি কোটি মানুষকে।