India's Captain for T20 WC 2021: বিরাট না রোহিত? কাকে '২১ টি-২০ বিশ্বকাপের অধিনায়ক বাছলেন পার্থিব?
আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোহলির অধিনায়কত্বে খেলেছেন পার্থিব। কিন্তু তাও আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য রোহিতকে অধিনায়ক করার দাবি তুলে পার্থিব বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওঁর (রোহিত) সাফল্য চোখধাঁধানো। প্রত্যেক বছর যে ওদের খুব ভালো দল ছিল এমনটা কিন্তু নয়। কিন্তু চাপ সামলানো হোক বা দলকে গড়ে পিটে নিয়ে সাফল্যের খোঁজ দেওয়া, সবটাই করে দেখিয়েছে ও।’
![India's Captain for T20 WC 2021: বিরাট না রোহিত? কাকে '২১ টি-২০ বিশ্বকাপের অধিনায়ক বাছলেন পার্থিব? Parthiv Patel Picks Rohit Sharma Over Virat Kohli India's Captain For T20 WC 2021 India's Captain for T20 WC 2021: বিরাট না রোহিত? কাকে '২১ টি-২০ বিশ্বকাপের অধিনায়ক বাছলেন পার্থিব?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/10192034/virat-rohit.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: ভারতের টি-২০ টিমের অধিনায়কের আসনে বসানো উচিত রোহিত শর্মাকে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্বের ভার থাকা উচিত রোহিতের কাঁধেই, সরাসরি এমনই মতপ্রকাশ করেছেন পার্থিব প্যাটেল।
সদ্য অবসর নেওয়া পার্থিবের সাফ কথা, ‘রোহিত দেখিয়ে দিয়েছে কীভাবে একটা দল গড়ে তুলতে, কীভাবে টানা প্রতিযোগিতা জিততে হয়। বিরাট কোহলির চাপ কমিয়ে যদি রোহিতের কাঁধে ভারতের টি-২০ দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়, তাহলে ক্ষতি কিছু হবে বলে মনে হয় না।’
আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোহলির অধিনায়কত্বে খেলেছেন পার্থিব। কিন্তু তাও আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য রোহিতকে অধিনায়ক করার দাবি তুলে পার্থিব বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওঁর (রোহিত) সাফল্য চোখধাঁধানো। প্রত্যেক বছর যে ওদের খুব ভালো দল ছিল এমনটা কিন্তু নয়। কিন্তু চাপ সামলানো হোক বা দলকে গড়ে পিটে নিয়ে সাফল্যের খোঁজ দেওয়া, সবটাই করে দেখিয়েছে ও।’
কিছুদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্স পঞ্চমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জিতেছে রোহিতের অধিনায়কত্বে। অপরদিকে, ফের একবার ব্যর্থ বিরাটের আরসিবি। যার পরই রোহিতকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করার দাবি তুলেছিলেন একাধিক প্রাক্তনী।
গৌতম গম্ভীর তো একধাপ এগিয়ে বলেছিলেন, রোহিতকে টি-২০-র অধিনায়কত্ব না দেওয়াটাই লজ্জার। রোহিতের সমর্থনে দাঁড়িয়েছিলেন নাসের হুসেন, মাইকেল ভন, ইরফান পাঠানটারাও। এমনকি লাখো ভারতীয় ক্রিকেট সমর্থকও ক্যাপ্টেন কোহলির বদলে হিটম্যানের কাঁধে টি-২০ অধিনায়কত্ব তুলে দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন।
পার্থিবও তাদের দলে যোগ দিয়ে রোহিতকে দ্রুত ভারতের টি-২০ অধিনায়ক করে আগামী বছরের কুড়ির বিশ্বকাপের ভাবনা শুরু করার কথা বলে জুড়েছেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, রোহিত ফিট থাকলে আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভারতকে অধিনায়কত্ব দেওয়া উচিত ওঁরই।’এদিকে, ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্মাটে অধিনায়কত্ব বদল নিয়ে চলতে থাকা আলোচনার মাঝে আশঙ্কায় উঠে এসেছে বিরাট ও রোহিতের মধ্যে ভাবনার ব্যবধান। যেটাকে সেভাবে পাত্তা না দিয়ে গুজরাতের উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিবের মত, ‘ভারতের অধিনায়কত্ব কে করবে, এই তর্কটা আমরা পারছি তার কারণটা আসলে অইপিএল। যেটা এমনই গুরুত্বপূর্ণ একটা মঞ্চ যা আমাদের এই সুযোগ করে দিয়েছে।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)