(Source: ECI/ABP News/ABP Majha)
Paul Stirling: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ আয়ারল্যান্ড দল ঘোষণা, নেতৃত্বে পল স্টার্লিং
India vs Ireland T20: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১৮ অগাস্ট থেকে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২০ ও ২৩ তারিখ যথাক্রমে।
ডাবলিন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (T20 Sereis) জন্য ১৫ সদস্যের আয়ারল্যান্ড দল (India vs Ireland) ঘোষিত হয়ে গেল। দলকে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। অলরাউন্ডার ফিওন হ্যান্ড ও গ্যারেথ ডিলেনিকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই আয়ারল্যান্ডের উদ্দেশে পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১৮ অগাস্ট থেকে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২০ ও ২৩ তারিখ যথাক্রমে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গ্রুপে প্রথম দুইয়ে থেকে যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড গত মাসে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে আইরিশদের কাছে সুবর্ণ সুযোগ। আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ''বর্তমানে আমাদের কাছে এখন এবং বিশ্বকাপের মধ্যে প্রায় ১৫ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। তাই এই সময়কালের মধ্যে দল হিসেবে আমাদের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা উচিত না। কোচ ও সাপোর্ট স্টাফরাও এই বিষয়ে পরিশ্রম করেছে।''
এর আগে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে গিয়েছিল ভারতীয় দল গত বছর। সেখানে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে ভারতীয় দল। এশিয়া কাপের আগে এই সিরিজে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে টিম ইন্ডিয়া।
হার্দিকের নজির গড়ার হাতছানি
অধিনায়ক হিসেবে ওয়ান ডে সিরিজের শেষ ২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সিরিজ জিতেছেন। টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বেই খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে হারতে হয়েছে যদিও। দ্বিতীয় ম্যাচে অবশ্য নতুন মাইলস্টোন গড়ার সামনে তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) টেক্কা দিয়ে দিতে পারেন হার্দিক।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৬০ ম্যাচে ৭০ উইকেট ঝুলিতে পুরেছেন যশপ্রীত বুমরা। হার্দিক অন্যদিকে ৭৭ ম্যাচে ৭০ উইকেট নিয়েছেন। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উইকেট পাওয়ার নিরিখে বুমরাকে টেক্কা দিয়ে দিতে পারেন হার্দিক। তালিকায় ভারতীয় দের মধ্যে সবার ওপরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি ৭৬ ম্যাচে ৯৩ উইকেট ঝুলিতে পুরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি ৮৭ ম্যাচে ৯০ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ৬৫ ম্যাচে ৭২ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।